প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:৩৬
যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বুধবার (২১ মে ২০২৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জিয়াউল হক সহ ১৫ জন সেনা সদস্য ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাঁদপুর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
|আরো খবর
এ সময় উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের মো. নাজিম উদ্দিন (৩০) কে ৫০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে উপ-পরিদর্শক মো. তরিকুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।