রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৬:৪৮

যৌথ বাহিনী কর্তৃক মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
যৌথ বাহিনী কর্তৃক  মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরে সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মতলব দক্ষিণ উপজেলায় তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক এবং তার নিকট থেকে

৮৫০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) ভোর ৫টায় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ যৌথ অভিযানে নায়েরগাঁও নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আব্দুল খালেক (৪২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট থেকে ৮৫০ পিচ ইয়াবা এবং ৫৬ হাজার ৪৬০ টাকা নগদ উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়