মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

কচুয়ায় মাদ্রাসার শ্রেণিকক্ষ দখলের অভিযোগ

কচুয়ায় মাদ্রাসার শ্রেণিকক্ষ দখলের অভিযোগ
কচুয়া ব্যুরো ॥

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কোমরকাশা জামালিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার শ্রেণিকক্ষ জোরপূর্বক ভাংচুর করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার সকালে একই গ্রামের প্রতিপক্ষ আবুল বাসার ও আহাদ হোসেন গংয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা মাদ্রাসার স্থাপনা ভাংচুর ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দখলের চেষ্টা চালায় বলে মাদ্রাসার সুপার মোঃ আবু সালেহ সাংবাদিকদের জানান।

সরেজমিনে গেলে স্থানীয় অধিবাসী আলী আকবর ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ডাঃ আব্দুল লতিফ জানান, স্থানীয় অধিবাসী আম্বর আলী ১৯৮১ সালে কোমরকাশা ইবতেদায়ী মাদ্রাসার জন্যে ২০ শতক জমি দান করে যান। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই স্থানে টিন শেডের ঘর নির্মাণ করে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি প্রতিপক্ষ আবুল বাসার গং মাদ্রাসার ওই জায়গা নিজেদের দাবি করে দখলের অপচেষ্টা ও নানাভাবে হয়রানি করছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত উল্লেখিত স্থানে স্থিতাবস্থা বজায় রাখার জন্যে নির্দেশ প্রদান করে বলেও তারা জানান। তারা আরো জানান, কিছুদিন পূর্বেও প্রতিপক্ষ আবুল বাসার গং মাদ্রাসার শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দখলের চেষ্টা করলে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ এসে তালা খুলে দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত আবুল বাসারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়