মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৩

কচুয়ায় খাল থেকে মাইক্রো চালকের লাশ উদ্ধার

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
কচুয়ায় খাল থেকে মাইক্রো চালকের লাশ উদ্ধার
নিহত তৌহিদুল ইসলামের ভাসমান লাশ। ইনসেটে ফাইল ছবি

কচুয়ায় খাল থেকে তৌহিদুল ইসলাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া কর বাড়ি সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে কড়ইয়া গ্রামের আশেক আলীর (আশুর) পুত্র। পেশায় সে একজন মাইক্রো চালক।

নিহতের বড় ভাই নুরু মিয়া ও স্ত্রী সেলিনা বেগম জানান, তৌহিদুল ইসলাম বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। গতকাল শুক্রবার বিকালে স্থানীয় খেলারত ছেলেদের ক্রিকেট বল খালে পড়লে ওই ছেলেরা ব্যাটদ্বারা খালের কচুরিপানা সরিয়ে বলের সন্ধান করতে গিয়ে তৌহিদুল ইসলামের লাশ দেখতে পায়। ৯৯৯ এর খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান লাশ উদ্ধার করা হয়েছে । এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়দের ধারনা, তৌহিদুল ইসলামে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়