রবিবার, ০৩ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:২৪

২০২৫ : গুগলের পতনের সূচনা? পারপ্লেক্সিটির উত্থানে প্রযুক্তি দুনিয়ায় ঝড়

মিজানুর রহমান রানা
২০২৫ : গুগলের পতনের সূচনা? পারপ্লেক্সিটির উত্থানে প্রযুক্তি দুনিয়ায় ঝড়

এক সময় ইন্টারনেট মানেই ছিলো ‘গুগল’। ১৯৯৮ সালে ‘ব্লু লিংক’-নির্ভর এক সার্চ ইঞ্জিন হিসেবে আত্মপ্রকাশ করে, গুগল গড়ে তোলে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের* এক অসাধারণ সাম্রাজ্য। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান সেই একচ্ছত্র আধিপত্যে বড়ো ধরনের পরিবর্তন আনছে। বিশেষ করে ২০২২ সালের নভেম্বরে ঈযধঃএচঞ-এর আত্মপ্রকাশ যেন ডিজিটাল দুনিয়ার রীতিমতো ভূমিকম্প।

নতুন প্রতিদ্বন্দ্বী : পারপ্লেক্সিটি—শুধুই চ্যাটবট নয়, ‘অহংবিৎ ঊহমরহব’

এখন প্রযুক্তি বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে চবৎঢ়ষবীরঃু.ধর, যেটিকে বলা হচ্ছে গুগলের সবচেয়ে বড়ো বিকল্প। এটি এচঞ-মডেল নির্ভর হলেও শুধুই চ্যাট নয়— এটি বিশ্বস্ত উৎসসহ সরাসরি উত্তর দিতে সক্ষম, যা গুগলের ব্লু লিংক-পদ্ধতির বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

চবৎঢ়ষবীরঃু-এর ফিচার :

-রিয়েল-টাইম তথ্য সংগ্রহ এবং সোর্স উল্লেখ

-জেনারেটিভ অও এবং সার্চ ইঞ্জিনের সমন্বয়

-সরল, কথোপকথনের মতো উত্তর উপস্থাপন

জনপ্রিয়তায় উর্ধ্বগতি

ব্যাংক অফ আমেরিকার রিপোর্ট অনুযায়ী :

* প্ল্যাটফর্ম। ২০২৪-২৫ সালে ট্রাফিক বৃদ্ধি। দৈনিক ভিজিট।

* এড়ড়মষব। হ্রাস পাচ্ছে। ২.৭ বিলিয়ন।

। চবৎঢ়ষবীরঃু। +২৩৩% বৃদ্ধি। ৪ মিলিয়ন।

। ঈযধঃএচঞ। বিশাল বৃদ্ধি। (সুনির্দিষ্ট তথ্য নেই)।

বিশ্লেষকেরা বলছেন, এই ব্যবধান দ্রুত কমে আসছে।

টেক জায়ান্টদের নজর

অ্যাপল ও স্যামসাং এই নতুন প্ল্যাটফর্মকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে বিবেচনা করছে। অ্যাপলের সিনিয়র ঠচ, ঊফফু ঈঁব, ইতোমধ্যে বলেছেন, তাদের পারপ্লেক্সিটির সঙ্গে অংশীদারিত্বের আলোচনা চলছে। যদি রচযড়হব কিংবা অহফৎড়রফ-এ এটি অন্তর্ভুক্ত হয়, তাহলে গুগলের জন্যে এটি হবে এক বিশাল ধাক্কা।

নতুন প্রজন্মের ঝেঁাক

এবহবৎধঃরড়হ ত-এর অনেকে এখন আর গুগলে ‘খুঁজে বেড়াতে’ আগ্রহী নয়। বরং তারা চায় সরাসরি উত্তর, যা দেয় ঈযধঃএচঞ বা চবৎঢ়ষবীরঃু। ঝঊঙ বিশেষজ্ঞ খরষু জধু বলেন, “মানুষ গুগল ব্যবহার বন্ধ করে দিয়েছে— এটা এখন প্রতিনিয়তই শুনছি।”থ

গুগলের চ্যালেঞ্জ

গুগল তাদের ইধৎফ ও অন্যান্য অও-চালিত সার্ভিস নিয়ে কাজ করছে। তবে :

-অনেক পণ্য অসম্পূর্ণ অবস্থায় বাজারে ছাড়া হচ্ছে

-ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে অভিযোগ বাড়ছে

-প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কা বাড়ছে

ভবিষ্যতের উত্তর কে দেবে?

বিশেষজ্ঞদের মতে, গুগলের ‘শেষ’ এখনো ঘোষণা করা যাচ্ছে না। তবে তারা যদি দ্রুত অও-নির্ভর উন্নয়ন না আনতে পারে, তাহলে এক সময় হয়তো এটি ‘নোকিয়া’ বা ‘আস্ক জিভস’-এর মতো স্মৃতি হয়ে যাবে। ‘গুগলের কী হলো?’ এই প্রশ্নের উত্তর হয়তো তখন দেবে পারপ্লেক্সিটি নিজেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়