প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৮:৪৯
কিংবদন্তি ভাষা সৈনিক কমর উদ্দিন চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুরের বৃটিশ বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশ পর্যন্ত ১৯৪৬ সালের ভাষা আন্দোলনের অগ্র সৈনিক মরহুম কমর উদ্দিন চৌধুরী, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের সিনিয়র মন্ত্রী ফরিদগঞ্জের অলি উল্লাহ নওজোয়ান, সওগাত সম্পাদক নাসির উদ্দিনের নাম আজকের প্রজন্ম ভুলে যাওয়ার পথে। পৃথিবীর সকল জাতি তাদের অতীত ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করে, কিন্তু আমরা মুছে ফেলতে চাই।
রোববার (২৫ মে ২০২৫) পালিত হয়েছে মতলব উত্তর উপজেলার কালীপুর চৌধুরী বাড়ি মাদ্রাসায় ভাষা সৈনিক মরহুম কমর উদ্দিন চৌধুরীর ২৫ তম মৃত্যুবার্ষিকী। মরহুমের সন্তান দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী আবেগাপ্লুত হয়ে বলেন, আমার সৎ সাহস, শক্তি, রাজনীতি, মানবতার প্রেরণা বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মানবতার বাতিঘর আমার পিতা মরহুম কমর উদ্দিন চৌধুরী ২০০০ সালের ২৫ মে আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান। আমার বাবা মহান স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্য অন্তরে লালন করতেন, তিনি মনেপ্রাণে একজন উদার প্রগতিশীল মানুষ ছিলেন, কিন্তু খাঁটি ঈমানদার মুসলমান ছিলেন। ৯৫ বছর বয়সে মাত্র ১৪ রাকাত নামাজ কাজা করেছিলেন। তিনি প্রতি ওয়াক্ত নামাজে মহান আল্লাহর ১০১ নাম পড়ে মোনাজাত করতেন। তিনি সবসময় আমাকে বলতেন, যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে, সেই স্থান ত্যাগ করবে।
তিনি বিলাসিতা পছন্দ করতেন না, আমৃত্যু নিজের জন্যে কিছু চাননি, তিনি পদ-পদবি নেয়াকে স্বার্থপরতা মনে করতেন, দেশ ও জাতির জন্যে তাঁর চিন্তা-চেতনার দর্শন বলে শেষ করা যাবে না। জমিদারের ছেলে হয়েও তিনি আমৃত্যু অতি সাধারণ জীবনযাপন করেছেন। তিনি একজন খাঁটি ঈমানদার মুসলমান ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক ছিলেন।
বাবার কথাগুলো মনে পড়লে সব সময়ই মন কাঁদে। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বাবা কষ্টের থেকে যে কথাগুলো আমাকে বলতেন, বাস্তব জীবনে প্রতি মুহূর্তে সে সকল কথার বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছি। নিরহংকার এই সৃষ্টিশীল ও সাদা মনের মানুষটি নেতা বানাতে পছন্দ করতেন, কিন্তু নেতার স্বীকৃতি পেতে পছন্দ করতেন না!
তিনি ব্রিটিশ থেকে ভারত-পাকিস্তান-বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে কখন কার কী ভূমিকা, কার কী অবদান আমাকে শোনাতেন। বাংলাদেশের কোন্ জমিদার পরিবার ভালো ছিলেন, কোন্ জমিদার পরিবার অত্যাচারী ছিলেন তাও বলতেন। এমনকি বাংলাদেশের কোন্ পরিবার মানবিক, জনকল্যাণে আন্তরিক, অতিথিপরায়ণ সেটা মুখস্থ বলতেন।
তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমরেড মনি সিং-এর আপনজন ছিলেন।
বাবা আমাকে অনেক কথা বলে গেছেন। বর্তমানে আমরা নেতাদের ভালো দিকটা বা অবদানের কথা স্বীকার করতে চাই না, শুধুমাত্র তোয়াজ ও সমালোচনায় অস্থির। বাবার সহজ সরল সত্য কথাগুলো মনে পড়লে বুকটা ভারী হয়ে উঠে। এখনতো সবাই নগদের পাগল। অতীতে কার কী অবদান সেগুলো স্মরণ করতে চায় না। মানুষতো ফেরেশতা নয়, চলার পথে মানুষের ভুলত্রুটি থাকবেই। কিন্তু যখন দেখি ইতিহাসের বাঁকে বাঁকে দেশের জন্যে জীবন উৎসর্গকারী নিবেদিত দেশপ্রেমিকদের ঐতিহাসিক অমর কীর্তি ও সত্যকে আড়াল করে অন্ধের মতো কথা বলে, তখন মনে কষ্ট লাগে।
আমরা খবর না দেয়া সত্ত্বেও প্রায় ৬০ কি.মি. দূর থেকে এসে হাজীগঞ্জ বড়ো মসজিদের ইমাম সাহেব বাবার জানাজার নামাজ পড়ান।জৈনপুরের বড়ো হুজুর পালকি ছাড়া পায়ে হেঁটে বাবার কবর জিয়ারত করেন। বাবার জেয়াফতে হাজার হাজার মানুষ খাবারে অংশগ্রহণ করেছে, অথচ কেউ এক টুকরো মাংসও নষ্ট করে নি। আমি ভাগ্যবান পিতার সন্তান হওয়া সত্ত্বেও আজও বাবার আদেশ নির্দেশনা বাস্তবায়ন করতে পারি নি।
তিনি আমৃত্যু দেশ ও মানবতার কল্যাণে কাজ করেছেন। মৃত্যুর আগে একদিন দুঃখ করে বললেন, “আগে জমিদারের ছেলেরা রাজনীতি করে ফকির হয়েছেন, এখন ফকিন্নীর ছেলেরা রাজনীতি করে জমিদারি ভাব দেখায়।" মহান মুক্তিযুদ্ধের স্মৃতি মনে পড়লে রাগ সামাল দিতে কষ্ট হয়। আমার বাবা আমাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্যে ২ কিলোমিটার দূরে পাঁচগাছিয়া গ্রামে পাঠিয়ে আমাদের বাড়িতে রব ভুঁইয়াগংকে নিয়ে ১২০টি বাঙ্কার বানিয়েছেন পাকিস্তানি ও রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে, অথচ সুযোগ সন্ধানী সহোদর আমার বিল্ডিং দখল করে পরিবারের রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছে।
একদিন কেবিনেট ডিভিশনের তৎকালীন অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) মাকছুদুর রহমান পাটোয়ারী আমাকে ৬/৭ পাতার কাগজ দিয়ে বললেন, আপনার বাবা একুশে পদক পাওয়ার হকদার, এই কাগজের পাতাগুলো পূরণ করে হাসানুল হক ইনুর সুপারিশ নিলে হাসিনা খুশি হয়ে পদকের অনুমোদন দিবে। আমি শুনে কাগজের পাতাগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলি।
জনাব সারোয়ার ওয়াদুদ চৌধুরী সৎ সাহসী, সত্যবাদী, নির্ভীক, নির্মোহ, সজ্জন, নিবেদিত দেশপ্রেমিক মরহুম পিতার পরকালীন মুক্তি ও আমৃত্যু বাবার অনুশাসন মেনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রাণপ্রিয় দেশবাসীর নিকট দোয়ার আবেদন করেছেন।