প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৩
চাঁদপুর সদর ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের নির্বাচনী প্রস্তুতি
শুক্রবার মনোনয়ন ফরম বিতরণ।। ১৩ সেপ্টেম্বর শনিবার ভোট

চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা হতে ৬টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। চাঁদপুর জেলা বিএনপি অফিস থেকে এই ফরম বিতরণ হবে। আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চাঁদপুর সরকারি কলেজ ছাত্র মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
|আরো খবর
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন। নির্বাচন কমিশনার হচ্ছেন অ্যাড. শিরিন আক্তার সুপ্তা ও অ্যাড. কাজী খায়রুল হাসান ঝুমন।
নির্বাচন তফসিল অনুযায়ী ৭ সেপ্টেম্বর রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা, বিকেল সাড়ে ৫টায় মনোনয়ন ফরম যাচাই ও বাছাই, সন্ধ্যা ৬টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ। ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার, সন্ধ্যা ৬টা হতে ৭টা পর্যন্ত বাতিলকৃত মনোনয়ন ফরমের বিরুদ্ধে আপত্তি প্রদান এবং রাত সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আপত্তি শুনানি। চূড়ান্ত প্রার্থী তালিকা ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ও প্রতীক বরাদ্দ বিকেল ৩টায়। নির্বাচনী প্রচারণার শেষ সময় ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনারের সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, মনোনয়ন ফরম নেয়ার পরেই চাঁদপুর সদর ও চাঁদপুর পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্যে আলাদা আলাদা প্রতীক নির্ধারণ করে দেয়া হবে।