প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২২:৩০
ঐতিহাসিক জাহাজমারা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালনের আহ্বান

১১ আগস্ট ২০২৫ (সোমবার) ‘ঐতিহাসিক জাহাজ মারা দিবস’। টাঙ্গাইল জেলার ভূঁইয়াপুর লেংড়া বাজার এলাকার জাহাজমারা ঘাটে দিবসটি পালন করে মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ। প্রতি বছরের ন্যায় এবারও মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ‘জাহাজমারা যুদ্ধের স্মৃতিসৌধে’ শ্রদ্ধাজ্ঞাপন করেন। বিশিষ্ট লেখক, গবেষক ও কবি গোলাম মোস্তফা তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী।
|আরো খবর
ডা. মআআ মুক্তাদীরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার মো. আবুল হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ইউনিয়ন মেম্বার মো. নাজির হোসেন, ইব্রাহিম খাঁ কলেজর ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহরিয়ার হোসাইন, রিয়াদ মাহমুদ খান প্রমুখ। অতিথিরা এ দিবসটিকে রাষ্ট্রীয় মর্যাদায় পালনের জন্যে জোর আহ্বান জানান।
উল্লেখ্য, জাহাজমারা যুদ্ধ বাংলাদেশ তথা মুক্তিযুদ্ধের একটি সেরা যুদ্ধ। এইদিন মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানিদের দুটি যুদ্ধ জাহাজ দখল করা হয়। সেই জাহাজগুলো থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়। দখলকৃত জাহাজ থেকে সম্পূর্ণ অস্ত্র উদ্ধার করতে না পারার কারণে এবং পুনরায় বেদখল হয়ে যাওয়ার ভয়ে জাহাজগুলো ধ্বংস করে দেওয়া হয়। জাহাজগুলো ধ্বংস করাকে মারা বলা হয়। তাই এই যুদ্ধকে জাহাজমারা যুদ্ধ বলা হয়।