প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, পথসভা, কেক কাটা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন। এদিন হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে র্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।
এরপর জেলা বিএনপির সহ-সভাপতি মোল্লা মাহমুদ হোসেন মাহমুদের সভাপ্রধানে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বড়ো পুলের পূর্বপাড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্যে এই পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। তাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ মামুনের সঞ্চালনায় পথসভায় পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল সর্দারসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতা জাকির মুন্সী, নুরু মুন্সী, বিএনপি নেতা মোস্তাফিজ মেম্বার, শামিম, শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি সেলিম পাটোয়ারী, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, হাজীগঞ্জ পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আজাদ কাশারি, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন সবুজ, পৌর যুবদল নেতা শাহআলম ভুট্টু ও আবুল বাসার।
এছাড়া পৌরে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন দিদার, যুবদল নেতা আল-আমিন, কাদের, ইব্রাহিম, শাওন, মেহেদি, মোফাসেল, ছাত্রনেতা সুমন, হাসান, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
ডিসিকে/এমজেডএইচ