প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০
শ্রীনগরে ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের আর্থিক জরিমানা

৪ সেপ্টেম্বর ২০২৫, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীনগর উপজেলায় ভোক্তা অধিকার বিষয়ক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
|আরো খবর
অভিযান চলাকালে আল-মুসলিম সুইটস-এ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণ করার প্রমাণ মেলে। এসময় প্রতিষ্ঠানটির মালিক আজিজুর রহমান-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
একই দিনে হাসাড়া সুইটমিট-এও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার কৃষ্ণ গোপ-কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক, শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম।
ডিসিকে/এমজেডএইচ