মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২১:১৯

দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের ওপর হামলা

র‌্যাবের অভিযানে হামলাকারী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নারী সাংবাদিকের ওপর হামলা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ রোববার (২৪ আগস্ট ২০২৫) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন রাজামেহার এলাকায় যুগান্তরের নারী সাংবাদিক মোসা. আঁখি নূর আক্তারের ওপর হামলাকারী এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী সুমন চন্দ্র দাস সাংবাদিকের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে।

ঘটনার বিবরণে জানা যায়, আসামী সুমন চন্দ্র দাস নিজ এলাকায় মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারই নেতৃত্বে এলাকায় খোলামেলাভাবে চলে মাদক ব্যবসা। সাংবাদিক আঁখি নূর কাজের সূত্রে ঢাকায় বসবাস করলেও তার বৃদ্ধা মা রাজামেহারে বসবাস করেন। এরই সুযোগ নিয়ে সুমন সাংবাদিকের মায়ের বাসায় মাদক রেখে ব্যবসা চালাতে চেয়েছিলো। কিন্তু তিনি সুমনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করলে সুমন তার উপর হামলা চালায়। মায়ের ওপর হামলার ঘটনায় সাংবাদিক নিজ বাড়িতে ফিরে আসেন এবং সুমনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। পরবর্তীতে শনিবার (২৩ আগস্ট ২০২৫) সাংবাদিক আঁখি নূর তার কর্মস্থলে ফেরত যাওয়ার সময় পথিমধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুমন ও তার অন্যান্য সহযোগী মাদক ব্যবসায়ীরা নারী সাংবাদিকের ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা-এর একটি আভিযানিক দল রোববার (২৪ আগস্ট ২০২৫) রাতে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী সুমন চন্দ্র দাসকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সুমন চন্দ্র দাস (৩০) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মৃত সন্তোষ চন্দ্র দাসের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্যে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়