বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর

আশরাফ চঞ্চল
চাঁদপুর

একদিন সন্ধ্যায় আকাশে ছিল না কোনো রোদ

কনেদেখা গোধূলির রঙিন আলো ঠিকরে পড়ছিল আল বোরাক লঞ্চের পাটাতনে-ছাদে

দুনিয়া কাঁপানো ভেঁপুর চিৎকারে আমার ভেতরটা যেন ভয়ে কম্পমান

নতুন জায়গায় এসেছি- আহা!

ডাকাতিয়ার মিলন মোহনায় মোলহেড জলের দাপাদাপি ঢেউ ফেনা

ঘাটে লোহার শিকলে বাধা পাহাড় সমান উঁচু আবে জমজম আঁচল ময়ূর-৭ সোনারতরী

কাঠের সিঁড়ি বেয়ে লঞ্চ থেকে নেমেই দেখি

আবছা আবছা আলো-অন্ধকারে বড় স্টেশন জুড়ে শুধুই মানুষ

সিএনজি অটো রিকশাওয়ালার তুমুল

হইচই চিল্লাপাল্লা চেঁচামেচি-

আসেন আসেন বাস স্টেশন যাবেন?

ওয়্যারলেস

মতলব

হাজীগঞ্জ

কচুয়া

ইচলী

ফরিদগঞ্জ

রায়পুর

লক্ষ্মীপুর।

আমার গন্তব্যে ফরিদগঞ্জ মফস্বলে-

তারপর কত জল যে গড়াল

আমার প্রেমিক মনে অন্যরকম হাওয়া বইল

আকাশে ঘুড়ি উড়ল

বৃষ্টি ঝরলো

শুকনো নদী ভরে গেল ভালোবাসার জোয়ারে!

ক্রমেই আমাকে হরণ করলো শ্যামলা রঙের লম্বা মেয়ে আফরানা আঁখি-

হাতে হাত রাখলাম

বুকে বুক

তীব্র মাখামাখিতে জড়িয়ে গেলাম দুজনে!

একদিন আমাদের সম্পর্কের কথা ওর পাড়া পরশি জেনে গেল

এককানে দুইকানে আমার অফিসেও পৌঁছল

বাধা এল-

কত যে হুমকি ধামকি রটনা অপবাদ আর অপপ্রচার! কত কথা

আমাদের নিয়ে যেন কেউ কেউ ঘুমহীন!

কিন্তু ও সিদ্ধান্তে অনড় থাকাতে কেউ কিছুই করতে পারেনি।

আমরা আমাদের মত ঘুরে বেড়িয়েছি দ্বিধাহীন।

আহা! এখন স্মৃতির ডয়ার খুলতেই ভেসে চাঁদপুরের সেই চাঁদমুখ

বুকের বামপাশে চিনচিন করে উঠে

চোখের পাতা বেয়ে ঝরে পড়ে ফোঁটা ফোঁটা অশ্রু

আমার ভেতরের অলিগলিতে শুধুই তুমি

আমি তোমাকে ভুলতে পারি না চাঁদপুর!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়