শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২০:৪১

বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

অনলাইন ডেস্ক
বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

মহান বিজয় দিবস ২০২৫ ও বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. নাজমুল হুদা।

মুখ্য আলোচকের বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাশেম। আরো বক্তব্য রাখেন প্রতিযোগিতার উদ্বোধক ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. দেলোয়ার হোসেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক নুরুন্নাহার বেগম।

অনুষ্ঠানের শুরুতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ চিত্রশিল্পী অজিত দত্ত। সংগঠনের সদস্য ও শিক্ষার্থী পালকি কর্মকারের সঞ্চালনায় আলোচনা সভাশেষে মহান বিজয় দিবস ২০২৫ ও বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তারপর ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

সার্বিক সহযোগিতায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা এবং সম্মানিত সিনিয়র সদস্য শৈবাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ধ্রুব, চারুকলা বিষয়ক সম্পাদক অর্পিতা দত্ত ও সদস্য সীমান্ত সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়