শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২১:৩১

চাঁদপুর-৩ আসনের সব এমপি প্রার্থীকে আজ একযোগে 'জনতার মুখোমুখি' করছে সুজন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর-৩ আসনের সব এমপি প্রার্থীকে আজ একযোগে 'জনতার মুখোমুখি' করছে সুজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সকল প্রার্থীকে একযোগে 'জনগণের মুখোমুখি' করার আয়োজন করেছে সুজন। এ উপলক্ষে সুশাসনের জন্যে নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে আজ (১ ফেব্রুয়ারি ২০২৬) রোববার বিকেল ৩টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজন করা হয়েছে এক অনুষ্ঠান।

অনুষ্ঠানে আমন্ত্রিত এমপি প্রার্থীরা হলেন : শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি, ধানের শীষ), অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া (জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা), শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা), এ এইচ এম আহসান উল্লাহ (ইসলামী ফ্রন্ট, মোমবাতি), অ্যাডভোকেট সেলিম আকবর (গণফোরাম, উদীয়মান সূর্য), মো. জাকির হোসেন (গণঅধিকার পরিষদ, ট্রাক) ও কমরেড জাহাঙ্গীর হোসেন (কমিউনিস্ট পার্টি, কাস্তে)।

অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীরা উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে তাঁদের দল ও নিজের প্রত্যাশা এবং স্বপ্নের কথা তুলে ধরবেন। নির্বাচিত হলে তাঁর ভূমিকা কী হবে তাও বলবেন। এছাড়া উপস্থিত নাগরিকরা প্রার্থীদের প্রশ্ন করার সুযোগ পাবেন। সেসব প্রশ্নের জবাব দেবেন সংশ্লিষ্ট প্রার্থী।

'অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই' এই আহ্বানে আয়োজিত অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হলো 'আমার ভোট আমি দেব/জেনে শুনে বুঝে দেব/সৎ, যোগ্য ও জনকল্যাণে/নিবেদিত প্রার্থীকে দেব'।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সভাপতিত্ব করবেন সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন। ব্যতিক্রমী এই আয়োজনে প্রার্থী ও জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সুজন চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়