শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২১:১৮

শাহরাস্তিতে পথসভায় ইঞ্জিনিয়ার মমিনুল হক

বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড পেতে কারো কোনো সুপারিশ প্রয়োজন হবে না

মো. মঈনুল ইসলাম কাজল।।
বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড পেতে কারো কোনো সুপারিশ প্রয়োজন হবে না

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়নের কয়েকটি পথসভায় ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন,

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সবচেয়ে বেশি নারীরা উপকৃত হবেন। ফ্যামিলি কার্ড পেতে কারো কোনো সুপারিশ প্রয়োজন হবে না। যারা এতোদিন বিভিন্ন ভাতা পেয়ে আসছেন আপনাদের ভাতা সুরক্ষিত থাকবে। প্রকৃত কৃষকেরা পাবেন কৃষি কার্ড। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইমাম ও মুয়াজ্জিন ভাতা পাবেন। বিপুল সংখ্যক নারী ও পুরুষের উপস্থিতিতে তিনি আরও বলেন, বিগত ১৬ বছর আমাদের বহু নেতা-কর্মী

মামলা-হামলায় জর্জরিত ছিলো। কিন্তু আমরা কারো ওপর জুলুম নির্যাতন করিনি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি বলেন, কেউ জোর করে দোকান দখল করুক এটা আমরা চাই না। দরবারের নামে টাকা কামাইয়ের ধান্দা করা আমরা দেখতে চাই না।

হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা তা সমাধান করতে হবে, কোনো মুসলমানকে নেয়া ঠিক হবে না। তিনি আরো বলেন, তারেক রহমানের মার্কায় ভোট দিলে আমি আপনাদের প্রতিনিধি হবো। আপনাদের সমস্যা সমাধানের জন্যে কাজ করবো। একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাইলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক, সূচীপাড়া বাজার ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের দিগদাইর ও নরিংপুরে পথসভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, হাবিবুর রহমান পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. শাহেদুল হক মজুমদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়