শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২২:২৭

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

অনলাইন ডেস্ক
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত হওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদমর্যাদায় উন্নীত হওয়ায় জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ, সকল প্রধান শিক্ষককে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) তাঁর নিজ কার্যালয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি শিক্ষক পরিবারের সন্তান। শিক্ষকগণ হলেন জাতি গঠনের কারিগর। মেধাবী শিক্ষকগণ এ পেশায় নিয়োজিত হলে দেশ গঠন ও জাতির উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাবে।

প্রধান শিক্ষকগণ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাপ্রাপ্ত হওয়ায় তিনি সরকার সহ সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এতে প্রাথমিক শিক্ষার স্তর থেকে শিক্ষার ভিত্তি আরো মজবুত হবে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য মো. শামীম হোসেন মিজি (সদর)। আরো উপস্থিত ছিলেন সমিতির জেলা সাধারণ সম্পাদক মো. জুলফুর রহমান (সদর), সহ-সভাপতি আহসান মজুমদার (হাজীগঞ্জ), নজরুল ইসলাম (কচুয়া), ভবানী সংকর মজুমদার (হাইমচর), মো. মামুন মিয়া (মতলব দক্ষিণ), যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, হাইমচর, তানভীর আহমেদ (তপু), ফরিদগঞ্জ, সাখাওয়াতুল ইসলাম (শাহরাস্তি), সম্মানিত সদস্য সাইফুল ইসলাম (হাজীগঞ্জ), মহিউদ্দিন মিয়া (হাইমচর), মনজিল হোসেন (হাজীগঞ্জ) প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়