শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০

সত্যিই বিতর্কে যে আসে সে হারে না, সে শিখে : তাবাসুন নাবা

অনলাইন ডেস্ক
সত্যিই বিতর্কে যে আসে সে হারে না, সে শিখে : তাবাসুন নাবা

তাবাসুন নাবা, হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর-এর বিতর্ক দলের দলপ্রধান হিসেবে দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার প্রান্তিক থেকে পরবর্তী প্রতিটি পর্বে বিজয়ী হয়ে আজকের ‘জয়যাত্রা’ (কোয়ার্টার ফাইনাল) পর্বে আসার দক্ষতা দেখিয়েছে। গত ২ মার্চ ‘অগ্রযাত্রা’ পর্বে অংশ নিতে আসলে সে ‘বিতর্কায়নে’র মুখোমুখি হয়।

বিতর্কায়ন : পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক করছো কতোদিন? এবারই প্রথম, না আরো বিতর্ক করেছ?

তাবাসুন নাবা : আমি পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক করছি চারদিন। এবারই প্রথম বিতর্ক করছি।

বিতর্কায়ন : বিতর্ক কেন করছো? শুধু জেতার জন্যে, না শেখার জন্যে?

তাবাসুন নাবা : বিতর্ক আমি শেখার জন্যে করছি। বিতর্কে এসে আমি আমার জ্ঞানকে প্রসারিত করতে পেরেছি। বিতর্কে এসে আমি অনেক তথ্য জানতে পেরেছি। সত্যিই বিতর্কে যে আসে, সে হারে না, সে শিখে।

বিতর্কায়ন : বিতর্ক চর্চায় তোমার বিদ্যালয় এবং তোমার দলের বিতার্কিকরা কতোটুকু আন্তরিক?

তাবাসুন নাবা : বিতর্ক চর্চায় আমার বিদ্যালয় এবং আমার দলের বিতার্কিকরা অনেক আন্তরিক। আমার বিদ্যালয়ের শিক্ষকম-লী আমাদের বিতর্ক সম্পর্কে অনুপ্রেরণা দেন। আমার দলের বিতার্কিকরা বিতর্ক সম্পর্কে অনেক উৎসাহী। প্রতি বৃহস্পতিবার আমাদের বিদ্যালয়ে বিতর্কের আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়