রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০

বন্ধু তুমি এসো
অনলাইন ডেস্ক

আমার বাড়ি এসো তুমি

ছোট্ট নদীর তীরে

সবুজ বৃক্ষের বন-বনানী

আছে বাড়ি ঘিরে।

সবুজ-শ্যামল গ্রামটি দেখে

বাড়বে শুধু মায়া

ছবির মতো সাজানো সব

পাবে গাছের ছায়া।

বিলে-ঝিলে খেলবো দুজন

অনেক মজা করে

একটু পরে ফিরবো আবার

খাবার খেতে ঘরে।

দিবো তোমায় কাঁসার থালায়

ফিরনি পায়েস খেতে

আমারা সবাই একই সাথে

বসব মাদুর পেতে।

অনেক কিছু পাবে আবার

আমার পল্লী গাঁয়ে

আদর সোহাগ ভালোবাসা

দিবে আমার মায়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়