রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০

ভাই-বোনের বাঁধন
অনলাইন ডেস্ক

ভাই আমার,

আঁধার রাতের বাতি,

সুখে-দুঃখের সাথী,

মনে-মনে দেনালেনা,

কড়িতে নয় কেনা।

ভাই আমার,

চোখে শ্রাবণ নামতে দেয় না,

দুঃখ বুঝতে দেয় না,

সুখের মাঝে তারি বুকে

রেখেছে সারাটি জীবন।

ভাই আমার,

বোনপাগল লোভী,

ধন-রতন চায় না

যদি থাকে তার বোনটি।

ভাই আমার,

ভালোবাসা তৈরি হয়

ভালো লাগা থেকে।

স্বপ্ন তৈরি হয়

কল্পনা থেকে।

আর ভাই, বোনের মিষ্টি সম্পর্ক তৈরি হয়

মনের গহীন থেকে।

ভাই আমার,

আপন হয়ে

বাঁধলো কুঁড়েঘর,

কষ্ট পাবো আমায় যদি,

করে দাও পর।

আমার কাছে

প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম

‘ভাইয়া’

ভাই আমার বিশ্ব!

ভাই আমার পৃথিবী!

ভাই আমার চরণ!

ভাই আমার এক বুক ভালোবাসা!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়