বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:৩১

বাণী

অনলাইন ডেস্ক
বাণী

কৃষি ও সাংবাদিকতা—এই দুই শক্তির সম্মিলনই একটি দেশকে এগিয়ে নিতে পারে টেকসই উন্নয়নের পথে। দৈনিক চাঁদপুর কণ্ঠের মাসিক বিশেষ আয়োজন ‘কৃষিকণ্ঠ’ সেই দায়িত্বশীল সাংবাদিকতারই এক উজ্জ্বল উদাহরণ, যা দীর্ঘদিন ধরে কৃষক, খামারি ও উদ্যোক্তাদের কথা সমাজের সামনে তুলে ধরে আসছে।

‘কৃষিকণ্ঠ’ শুধু একটি বিভাগ নয়—এটি মাঠ পর্যায়ের কৃষকের বাস্তবতা, সম্ভাবনা ও সংগ্রামের কণ্ঠস্বর। এই আয়োজনের মাধ্যমে কৃষিভিত্তিক সাফল্যের গল্প যেমন তুলে ধরা হচ্ছে, তেমনি কৃষিকে একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হচ্ছে—যা অত্যন্ত প্রশংসনীয়।

চাঁদপুর জেলার কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশে ‘কৃষিকণ্ঠ’ যে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কৃষক, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তথ্যভিত্তিক সেতুবন্ধন তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‘কৃষিকণ্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকীতে এর সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, লেখক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভবিষ্যতেও ‘কৃষিকণ্ঠ’ পেশাদারিত্ব, নৈতিকতা ও জনকল্যাণমূলক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইলো।

সোহেল রুশদী, সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়