রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৬

ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার প্রয়াণে শোকগাথা

পীযূষ কান্তি বড়ুয়া
ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার প্রয়াণে শোকগাথা

পীযূষ কান্তি বড়ুয়া ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার প্রয়াণে শোকগাথা

ছড়াকার সুকুমার

নিজে তিনি সু-কুমার

তাঁর ছড়া ছিলো পড়া

কোটি খোকা খুকু-মা’র।

তাঁর ছড়া ছিলো কড়া

তাঁর ছড়া নরমও

ছড়া লিখে দিয়েছেন

বেশরমে শরমও।

তাঁর ছড়া প্রাণবান

ছড়াগুলো কথা কয়

মিল আর ছন্দরা

নিয়মেই যথা রয়।

ছড়াকার সুকুমার

সাতাশিতে তরুণও

রসেকষে আজো তিনি

যেন নব অরুণও।

প্রকৃতির নিয়মের

হলো না তো ব্যত্যয়

চলে গেছে সুকুমার

সায় দিয়ে সত্যয়।

যেখানেই গেছো তুমি

ছড়াদের সম্রাট

তোমাকেই পেলে তার

হবে গম্ গম্ হাট।

অন্তিম বিদায়ের

প্রণামের ডালি দেই

চোখে জল মোটে নয়

স্মৃতিসুখে তালি দেই।

আমাদের কালে যারা

জন্মেছি এই সুখ

দেখে গেছি সুকুমার

শান্তির সেই মুখ।

এ জগৎ অনিত্য

অসার এ সংসার

ছড়াকার সুকুমার

আসে না বারংবার।

তথাগত দিক তাঁরে

তৃষ্ণার নির্বাণ

সর্বদা উঁচু থাক

ছড়াভরা শির খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়