প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:২৭
নতুন কুঁড়ির মেহেদী উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্কৃতি

‘মেহেদীর রঙে রাঙাবো হাত’ এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন তাদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করে এক বর্ণাঢ্য মেহেদী প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা। শনিবার
(৮ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন যেন রঙিন মেহেদীর নকশায়, হাসি-আনন্দে ও সংস্কৃতির ছোঁয়ায় সেজে উঠেছিলো। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চাঁদপুরে শিল্প, সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশে বিশেষ ভূমিকা রাখা এই সংগঠনের বার্ষিক আয়োজনটি এবার রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়। এদিন বিকেল ৩টা থেকে শুরু হওয়া মেহেদী উৎসবে অংশ নেন শতাধিক নারী প্রতিযোগী। তিনটি বিভাগে বিভক্ত করে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী, ‘খ’ গ্রুপে একাদশ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী এবং ‘গ’ গ্রুপে গৃহিণীরা অংশ নেন। প্রতিযোগিতার মূল শর্ত ছিলো নিজ হাতে মেহেদী দিয়ে নকশা আঁকা এবং শাড়ি পরিধান করা। যা পুরো আয়োজনটিকে এক নান্দনিক আবহে রাঙিয়ে তোলে।অংশগ্রহণকারীদের হাতে ফুটে উঠে ফুল, পাখি, আলপনা, বিয়ের আঙ্গিনার চাঁদ-তারার নকশা, যা দর্শকদের মুগ্ধ করে।
উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর শহরের পুরানবাজার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মেহেদী উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ। সঞ্চালনা করেন সাংবাদিক এম. আর. ইসলাম বাবু।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সমাপনী ও গুণীজন সংবর্ধনা পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কোহিনুর বেগম।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট নূরুল হক কমল। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু সালেহ, অ্যাডভোকেট রফিকুল হাসান রীপন, জেলা স্কাউট কমিশনার শাহজাহান সিদ্দিকী, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তরুণ, ইখতিয়ার উদ্দিন শিশু ও চিত্রশিল্পী বিপ্লব দাস কুট্টি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মনসুর আলী ফাউন্ডেশনের সভাপতি রতন মিয়া বেপারী সেলিম, নতুন কুঁড়ির সহ-সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটন, সাংস্কৃতিক কর্মী লিটন সরকার এবং বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।
সংবর্ধনা পর্বে চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের কয়েকজন গুণী ব্যক্তিকে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কার বিতরণের পর শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গান, নৃত্য সব মিলিয়ে পুরো শিল্পকলার মঞ্চে ছড়িয়ে পড়ে এক অপূর্ব রঙিন আবহ। নতুন কুঁড়ি সংগঠনের শিল্পীবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গানের সাথে নৃত্য ও গান পরিবেশন করে চাঁদপুর মঞ্চের শিল্পীরা। হারানো দিনের বিভিন্ন জনপ্রিয় ও দেশাত্মবোধক গানে দর্শক আসনে পরিবার-পরিজনসহ উপচেপড়া ভিড় উপভোগ করে এই উৎসব।
‘নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন’-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মেহেদী উৎসব চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনে এক নতুন মাত্রা যুক্ত করেছে।
লোকশিল্প, নারীদের ব্যাপক অংশগ্রহণ ও প্রজন্মগত ঐতিহ্যের সংযোগ ঘটিয়ে নতুন কুঁড়ির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সামগ্রিক আয়োজন হয়ে উঠে চাঁদপুরবাসীর হৃদয় ছুঁয়ে যাওয়া এক উৎসব।








