প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৯:০২
আমিই শুধু উতলা হই
নিজেকে আমি মেলাতে পারি না কারো সাথে
নীরব সময় বয়ে যায় নদীর মতোই
ভাবি আর কারো কি মন নেই
তারা দিব্বি আছে বেশ তাদের উজ্জ্বল প্রকোষ্ঠে ।দারুণ আমিই শুধু উতলা হই তাদের জন্য
যারা একদিন কাছে ছিলো কোলে পিঠে
মাটি ছেড়ে চলে গেছে তারা বহু দূরে
পরিযায়ী পাখির মতোই বেঁধেছে ঘর
অন্য দেশে।মেঘ মুলুকের কতো কথা হৃদয়ের কতো ভাংচুর
কতো সুখ বিষণ্ন স্মরণ যেমনটা থাকে সংসারে
তারা চলে গেছে, কেন যায়--অভিমানে?
স্বদেশ মাটি জন্মভূমি পর হয়ে পড়ে থাকে দূরে
লঘিষ্ঠ মানুষের ধর্ম বর্ণের চিহ্নিত জ্বালা
তবু এ বিষয়টি অমীমাংসিত থাকে যুগ যুগ ধরে।তাই ওরা চলে যায়
তবু পিছু টানে উদাস বাতাস
অদ্ভুত মাকড়শার জাল, ধূলোবালি পোড়া গন্ধ
কোনো কোনো সবুজ জোড়া চোখ
জলভরা নদী সন্ধ্যা, কৌড়িখাড়ার পলিমাটি
খালবিল হাট বাজার শ্যামল পুকুর-মানুষ
আর কোনো ভালবাসার সরল সংজ্ঞা আমার জানা নেই ।
৭ নভেম্বর ২০২৫, ঢাকা, ২০ কার্তিক ১৪৩২






