সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:০৬

স্পানিশ সাহিত্যে প্রবীণ জীবন

হাসান আলী
স্পানিশ সাহিত্যে প্রবীণ জীবন

স্পানিশ সাহিত্যে বার্ধক্যের সংকট, সীমাবদ্ধতা, দুর্বলতা ও অক্ষমতাগুলো যেমন উঠে এসেছে তেমনি সাহস, ধৈর্য, অভিজ্ঞতা, জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

(১) La familia de Pascual Duarte– Camilo José Cela

কাহিনি সংক্ষেপ : উপন্যাসটি গ্রামীণ স্পেনের এক কৃষক পরিবারকে ঘিরে। পাস্কুয়াল দুয়ার্তে তার জীবনের করুণ কাহিনি প্রথম পুরুষে বর্ণনা করেন। এখানে পরিবারে প্রবীণরা দারিদ্র্য, সহিংসতা ও ভাগ্যের চাপে ন্যুব্জ হয়ে পড়েন।

প্রবীণ জীবনের চিত্র : প্রবীণ চরিত্ররা অসহায়, দারিদ্র্যের বোঝায় ভেঙ্গে পড়া। তারা পরিবারে নৈতিক বা সামাজিক কর্তৃত্ব রাখতে পারেন না।

Cela দেখান—বার্ধক্য সবসময় মর্যাদার প্রতীক নয়, বরং কখনো নিপীড়িত ও ভগ্ন অবস্থাও হতে পারে।

(২) উপন্যাস : La tía Tula–Miguel de Unamuno

কাহিনি সংক্ষেপ : উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র 'টিয়া তুলা' (আন্ট তুলা)। তিনি নিজের বোনের মৃত্যুর পর বোনের সন্তানদের দায়িত্ব নেন, তাদের মা হয়ে উঠেন, অথচ নিজে কখনো বিয়ে করেন না। তিনি নৈতিকভাবে কঠোর, জীবনের দায়িত্বকে নিজের সুখ-আনন্দের উপরে স্থান দেন।

প্রবীণ জীবনের চিত্র :তুলা বার্ধক্যে এসে এক মাতৃতান্ত্রিক কর্তৃত্বের প্রতীক। বার্ধক্যকে এখানে শুধু ক্ষয় নয়, বরং দায়িত্ব ও আত্মত্যাগের মাধ্যমে শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে।

তিনি পরিবারে প্রবীণ অভিভাবকের মতো এক দৃঢ় নৈতিক কেন্দ্র হয়ে উঠেন।

(৩) Don Quijote de la Mancha–Miguel de Cervantes

কাহিনি সংক্ষেপ : বৃদ্ধ হিদালগো (ক্ষুদ্র অভিজাত) আলোনসো কিহানো বহু নাটক-উপন্যাস পড়ে বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি নিজের নাম দেন 'ডন কিহোতে' এবং এক বৃদ্ধ ঘোড়া 'রোসিনান্তে' ও এক সাধারণ গ্রাম্য মানুষ 'সাঞ্চো পানজা'কে নিয়ে অভিযানে বের হন। বাস্তবতা আর কল্পনার সংঘাতে তিনি হাস্যকর অবস্থায় পড়েন, তবু সাহস ও নৈতিকতার প্রতীক হয়ে উঠেন।

প্রবীণ চরিত্র বিশ্লেষণ : ডন কিহোতে বয়সে প্রবীণ, দুর্বল, কিন্তু তার কল্পনা তাকে নবীন উন্মাদনায় ভরিয়ে তোলে। বার্ধক্যকে এখানে ভ্রম, আদর্শবাদ ও বাস্তবতার সংঘর্ষ হিসেবে দেখানো হয়েছে।

তিনি সমাজের কাছে 'পাগল', কিন্তু পাঠকের কাছে জীবনের এক মহৎ রোমান্টিক স্বপ্ন।

বার্ধক্যের ভেতরেও জীবনের প্রতি আবেগ ও লড়াইয়ের আকাঙ্ক্ষা সম্ভব—এটাই বার্তা।

(৪) উপন্যাস : Cinco horas con Mario– Miguel Delibes

কাহিনি সংক্ষেপ : উপন্যাসটি এক রাতে ঘটে। মারিও নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে। তার বিধবা স্ত্রী কারমেন কফিনের পাশে বসে টানা পাঁচ ঘণ্টা ধরে মৃত স্বামীর উদ্দেশে কথা বলে চলেন। কিন্তু এই কথাগুলো আসলে তার নিজের অন্তর্গত বেদনা, দাম্পত্য জীবনের ক্ষোভ, হতাশা ও স্মৃতির বহিঃপ্রকাশ।

প্রবীণ জীবনের চিত্র : কারমেন মধ্যবয়স থেকে প্রবীণ বয়সে পা রাখা এক নারী। সে বুঝতে পারে তার যৌবন হারিয়ে গেছে, জীবনের স্বপ্ন পূর্ণ হয়নি। স্মৃতির ভারে বার্ধক্য এক প্রকার মানসিক কারাগারে রূপ নিয়েছে। প্রবীণ বয়সে একাকিত্ব ও অতীত-বর্তমানের টানাপোড়েন এখানে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

(৫) Los gozos y las sombras–Gonzalo Torrente Ballester

কাহিনি সংক্ষেপ : এই উপন্যাসটি এক স্প্যানিশ প্রাদেশিক শহরের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের কাহিনি। এখানে পুরোনো অভিজাত শ্রেণি, বিশেষ করে প্রবীণ প্রজন্ম, সমাজে নিজেদের মর্যাদা ধরে রাখতে চায়। কিন্তু সময়ের পরিবর্তনে তাদের সেই কর্তৃত্ব ক্রমে ভেঙ্গে পড়ে।

প্রবীণ জীবনের চিত্র : প্রবীণ চরিত্ররা এখানে ঐতিহ্য, ক্ষমতা ও সামাজিক অবস্থানের প্রতীক। তারা সময়ের সাথে পাল্লা দিতে পারে না—তাদের মূল্যবোধ নবীন প্রজন্মের কাছে সেকেলে হয়ে যায়। বার্ধক্যকে এখানে প্রান্তিক হয়ে পড়া, অথচ অতীত-গৌরব আঁকড়ে থাকার প্রতীক হিসেবে দেখানো হয়েছে।

(ক) ছোটগল্প La casa de Aizgorri–Pío Baroja

কাহিনি সংক্ষেপ : গল্পটি এক গ্রামীণ পরিবারকে ঘিরে। এখানে প্রবীণ চরিত্ররা পরিবারের ভিত ধরে রাখলেও নতুন প্রজন্মের বদলে যাওয়া মূল্যবোধে তারা ক্রমে একা হয়ে যান।

প্রবীণ জীবনের চিত্র : প্রবীণ বয়সে পরিবারিক সংকট ও প্রজন্মের দূরত্ব স্পষ্ট। বার্ধক্য এখানে বিচ্ছিন্নতা ও সামাজিক পরিবর্তনের কাছে অসহায় হয়ে পড়া। বারোজা বাস্তববাদী ভঙ্গিতে দেখিয়েছেন প্রবীণরা জীবনের শেষভাগে প্রায়শই একাকিত্বে ভোগে।

(খ) ছোটগল্প : Los ancianos y la muerte – Ramón del Valle-Inclán

কাহিনি সংক্ষেপ : এখানে বার্ধক্য ও মৃত্যুর সম্পর্ককে প্রতীকীভাবে দেখানো হয়েছে। প্রবীণ মানুষরা জীবনের শেষপ্রান্তে এসে বুঝতে পারে, সময় ফুরিয়ে এসেছে, আর মৃত্যু অবধারিত।

প্রবীণ জীবনের চিত্র : বার্ধক্য মানে ধীরে ধীরে মৃত্যুর পথে হাঁটা। এখানে প্রবীণরা একদিকে অসহায়, অন্যদিকে তারা জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে গভীর চিন্তাশীল। গল্পটি প্রবীণ বয়সের নিঃসঙ্গতা ও মৃত্যু-চেতনার এক রূপক।

(গ) ছোটগল্প : La lengua de las mariposas–Manuel Rivas

কাহিনি সংক্ষেপ : গল্পটি একটি ছোট শিশুর চোখে দেখা তার বৃদ্ধ শিক্ষক 'ডন গ্রেগোরিও'কে কেন্দ্র করে। শিক্ষক শিশুকে প্রকৃতি, স্বাধীনতা ও মানবিকতার পাঠ দেন। কিন্তু স্পেনের গৃহযুদ্ধ শুরু হলে শিক্ষককে সমাজ থেকে বিচ্ছিন্ন ও অপমানিত হতে হয়।

প্রবীণ জীবনের চিত্র : ডন গ্রেগোরিও এক দয়ালু, জ্ঞানী, প্রবীণ মানুষ। বার্ধক্যে তিনি নিঃসঙ্গ, রাজনৈতিক অস্থিরতার শিকার এবং শেষ পর্যন্ত অসহায়। প্রবীণ বয়সে শিক্ষকের কোমল মানবিকতা সমাজের নিষ্ঠুরতার সঙ্গে সংঘর্ষে পড়ে।

(ঘ) ছোটগল্প : El abuelo –Benito Pérez Galdós

কাহিনি সংক্ষেপ : এক বৃদ্ধ দাদা, ডন রদ্রিগো, দীর্ঘদিন পর দেশে ফিরে আসেন। তিনি আবিষ্কার করেন তার নাতনিদের মধ্যে কে তার রক্তের সন্তান তা নিয়ে বিতর্ক। তিনি সত্য জানতেও চান, আবার ভালোবাসায় জড়িয়ে দ্বিধাগ্রস্তও হয়ে পড়েন।

প্রবীণ জীবনের চিত্র : প্রবীণ ডন রদ্রিগো সামাজিক মর্যাদা, রক্তসম্পর্ক আর নৈতিকতার ভারে দমে যান। বার্ধক্যকে এখানে কর্তৃত্ব ও অভিজ্ঞতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু একইসঙ্গে বয়সজনিত অসহায়ত্ব, পারিবারিক বিচ্ছিন্নতা ও সত্য গ্রহণের কষ্টও ফুটে উঠে।

১. কবিতা : Antonio Machado– Campos de Castilla

ভাব সংক্ষেপ : মাচাদোর কবিতাগুলো প্রকৃতি, সময় ও স্মৃতি নিয়ে লেখা। এখানে প্রবীণ চরিত্ররা জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে অতীত স্মৃতির দিকে ফিরে তাকায়। যৌবন ক্ষণস্থায়ী, বার্ধক্য স্থায়ী ক্ষয়—এই উপলব্ধি প্রকৃতির দৃশ্যের ভেতর দিয়ে প্রতিফলিত হয়েছে।

প্রবীণ জীবনের চিত্র : বার্ধক্য মানে জীবনের গোধূলি, যেখানে স্মৃতি সবচেয়ে প্রবল হয়ে উঠে। মাচাদো বার্ধক্যকে বিষণ্ণ অথচ ধ্যানমগ্ন জীবনের প্রতীক হিসেবে দেখান। প্রবীণ বয়সে মানুষের অন্তর্দর্শন গভীর হয়—প্রকৃতি ও সময়ের সাথে মানুষের আত্মার একাত্মতা এখানে ফুটে।

২. কবিতা : Coplas por la muerte de su padre–Jorge Manrique

কাহিনি/ভাব সংক্ষেপ : এটি ম্যানরিকের পিতার মৃত্যুকে কেন্দ্র করে রচিত এক শোকগীতি। কবি জীবনকে ক্ষণস্থায়ী নদীর স্রোতের সঙ্গে তুলনা করেছেন। যৌবন, সম্পদ, ক্ষমতা—সবই সময়ের সাথে ক্ষয়ে যায়। শুধু সৎকর্মই চিরস্থায়ী হয়ে থাকে।

প্রবীণ চরিত্র বিশ্লেষণ : কবির পিতা ছিলেন এক প্রবীণ যোদ্ধা, মৃত্যুর মুখে থেকেও মর্যাদাপূর্ণ। বার্ধক্য এখানে জীবনের ক্ষয়ের ধাপ, কিন্তু নৈতিক শক্তির প্রতীক। কবি দেখান—বৃদ্ধ বয়স মানেই মৃত্যুর দোরগোড়ায় উপস্থিত হওয়া, কিন্তু তার ভেতরে এক মহত্তর মর্যাদা থাকে। স্প্যানিশ সাহিত্যে এটি প্রবীণ জীবনের আধ্যাত্মিক প্রতিফলন।

৩. কবিতা : Rafael Alberti–Entre el clavel y la espada

ভাব সংক্ষেপ : এই কাব্যগ্রন্থে আলবার্তি নির্বাসনের বেদনা, স্মৃতি এবং জীবন-ক্ষয়ের যন্ত্রণা প্রকাশ করেছেন। বার্ধক্যকে তিনি এক অন্তর্দর্শনের সময় হিসেবে দেখান, যেখানে শরীর ভেঙ্গে পড়ে, কিন্তু স্মৃতি ও অভিজ্ঞতা আলো ছড়ায়।

প্রবীণ জীবনের চিত্র : বার্ধক্য মানে ভগ্নদেহ, কিন্তু আত্মিক আলো এখনো উজ্জ্বল। Alberti দেখান, প্রবীণ বয়সে মানুষ সময়ের ক্ষয়ের সাথে সাথে আত্মদর্শনে সমৃদ্ধ হয়। বার্ধক্য এখানে অভিজ্ঞতার দীপ্তি ও বেদনার সম্মিলন।

৪. কবিতা : Federico García Lorca– Romancero Gitano

ভাব সংক্ষেপ : এই কাব্যগ্রন্থে লোরকা গিপসি জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। এর ভেতরে বেশ কিছু প্রবীণ চরিত্র আছে—তারা একদিকে লোকজ সংস্কৃতির বাহক, অন্যদিকে নিঃসঙ্গতা ও মৃত্যুচিন্তার প্রতীক।

প্রবীণ জীবনের চিত্র : প্রবীণ গিপসি চরিত্ররা সমাজে প্রান্তিক, নিঃসঙ্গ। বার্ধক্যকে এখানে মৃত্যু-চেতনা, ক্ষয় এবং সংস্কৃতির ভেতর এক প্রাচীন ধারাবাহিকতার প্রতীক হিসেবে দেখা হয়েছে। Lorca বার্ধক্যকে গাঢ় আবেগ, লোকজ রহস্য আর বেদনার আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন।

৫. কবিতা (৫ম) : Juan Ramón Jiménez –Diario de un poeta recién casado

ভাবরসংক্ষেপ : যদিও এই কাব্যগ্রন্থ মূলত প্রেম ও প্রকৃতি নিয়ে, তবুও জিমেনেস বার্ধক্যের দিকে যাত্রা, যৌবনের ক্ষয় ও স্মৃতির প্রতিফলন করেছেন। প্রবীণ বয়সকে তিনি সময়ের এক ধীরগতি নদীর স্রোতের সাথে তুলনা করেন।

প্রবীণ জীবনের চিত্র : বার্ধক্য মানে স্মৃতি ও হারানো যৌবনের উপলব্ধি। প্রবীণ বয়সকে দার্শনিক ও ধ্যানমগ্ন অবস্থায় রূপান্তরিত করেছেন। জিমেনেসের কাছে বার্ধক্য মানে আত্মিক শান্তি, কিন্তু একইসঙ্গে সময়ের বেদনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়