শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১:১৮

সৈকত অধিকারির অকাল প্রয়াণে শোকগাথা

পীযূষ কান্তি বড়ুয়া

l২৫.০৯.২৫)

পদবীতে অধিকারি

ভালো মন অধিকারি

শিক্ষার বাতি জ্বেলে

দিলে ভব নদী পাড়ি।

সৈকত অধিকারি

কখনো বা যদি পারি

অকালে যে নিয়ে গেছে

নিব তার গদি কাড়ি।

পুরোহিত বাবা আর

রোগে ভোগা জননীর

দেখভাল করে নিজে

গেলে তুমি ছেড়ে নীড়।

মা গিয়েছে ক্যান্সারে

বাবা আছে সে পথেই

বোন দিয়ে বিয়ে শেষে

গেলে তুমি কি রথেই?

ইংরেজি নখে তার

জাদু ছিলো চকে আর

জীবন যে নির্মম

ঠকিয়েছে হকে তার।

যে সকল দীপগুলো

জ্বালিয়েছো ঝেড়ে ধুলো

তারা আজ দ্যুতিধারী

বরণের পেলো কুলো।

দিন যাবে যাবে মাস

থেকে যাবে গাঢ় শ্বাস

জানি আমি স্রষ্টার

কাছে তুমি হবে পাশ।

তুমি রবে ড্যাফোডিলে

মৈশাদী খুদে দিলে

আর রবে তারা জ্বলা

দূরাকাশে এ নিখিলে।

ছবি : ০১

ভোরের ওই শিশিরে

মোহাম্মদ সোহরাব হোসেন

কেটে যায় মোর দিন-রাত

অঁাধার এক কুটিরে

ভেসে উঠে তোমার মুখ

ভোরের ওই শিশিরে।

সুখি হতে চাই আমি

সুখ মেলে না ধরাতে,

কোন্ জীবনে পাবো যে সুখ?

সুখ দেখি না কপালেÑ

কতজনকে দেখলাম আমি

সুখসাগরে ভাসে রে,

সুখপাখিটা আমার দুঃখে

দিবা-রাতি কঁাদে রে।

দুঃখে আমার জীবন গড়া

দুঃখ আমার সাথি রে

দুঃখ নিয়ে এই দুনিয়ায়

ছেড়ে একদিন যাবো রে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়