বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:৫৩

কণ্ঠশিল্পী আলম আরা মিনুর নতুন গান ‘বৃষ্টির ট্রেন’

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
কণ্ঠশিল্পী আলম আরা মিনুর নতুন গান ‘বৃষ্টির ট্রেন’

বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত আলম আরা মিনু। আশির দশকের শেষভাগে বেতার ও টেলিভিশনের মাধ্যমে যাত্রা শুরু করে একাধিক একক অ্যালবাম, শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক এবং দেশজুড়ে অসংখ্য স্টেজ কনসার্টের মাধ্যমে তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ এমন কালজয়ী দেশাত্মবোধক গানসহ অসংখ্য হিট গানের জন্যে এখনো তিনি সমানভাবে সমাদৃত।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) সন্ধ্যায় ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো তাঁর কণ্ঠে নতুন গান ‘বৃষ্টির ট্রেন’। গানটির কথা ও সুর করেছেন প্রসেনজিৎ মন্ডল এবং সঙ্গীতায়োজন করেছেন আল আমিন খান। গানটি প্রকাশ করেছে ডিপি মিউজিক স্টেশন লেবেল।

গানটির সঙ্গীত পরিচালক আল আমিন খান বলেন, “বৃষ্টির শব্দ, ট্রেনের বাঁশি আর ভালোবাসার আবেশ, এই তিনটি উপাদানকে মিশিয়ে একটি সুরময় ভ্রমণ তৈরি করার চেষ্টা করেছি। আলম আরা মিনুর কণ্ঠ এমনিতেই আবেগঘন, তাই পুরো কম্পোজিশন নতুন মাত্রা পেয়েছে।”

শিল্পী আলম আরা মিনুর মতে, সময়োপযোগী গীতিকথা ও সুরে ভিন্ন আবহ তৈরি করেছে গানটি। বৃষ্টি আর ট্রেনযাত্রার অনুভূতি মিলেমিশে গানটিকে দিয়েছে এক নতুন মাত্রা।

সঙ্গীতপ্রেমীরা বলছেন, আলম আরা মিনুর কণ্ঠ সব সময়েই আবেগঘন ও ভার্সেটাইল। তাই নতুন এই গানটি শ্রোতাদের মনে বিশেষভাবে জায়গা করে নেবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়