বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:৪৯

চারদিনব্যাপী শিল্প প্রদর্শনীতে ‘হৃদয়ের রঙ্গে স্বপ্ন সাজে’ নামে অজিত দত্তের চিত্রকর্ম

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
চারদিনব্যাপী শিল্প প্রদর্শনীতে ‘হৃদয়ের রঙ্গে স্বপ্ন সাজে’ নামে অজিত দত্তের চিত্রকর্ম

ঢাকার ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে নর্থ ক্যানভাস বাংলাদেশের আয়োজনে চারদিনব্যাপী শিল্প প্রদর্শনী ‘হৃদয়ের রঙ্গে স্বপ্ন সাজে’ অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের ৩৯ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে জলরঙে বাংলার নিসর্গচিত্র, অ্যাক্রেলিকে সমকালীন ও নিরীক্ষাধর্মী চিত্রকর্ম, বাস্তবধর্মী ও কনসেপ্টচুয়াল কাজ, ক্যালিগ্রাফি, তিনটি ভাস্কর্য এবং দুটি টেরাকোটা শিল্পকর্ম। এই বৈচিত্র্যময় উপস্থাপনায় প্রদর্শনীটি শিল্পপ্রেমীদের জন্যে হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা।

দেশের স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি চাঁদপুর থেকেও অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চিত্রশিল্পী অজিত কুমার দত্ত। তাঁর কাজ প্রদর্শনীতে বিশেষভাবে নজর কাড়ে। শিল্পচর্চার দীর্ঘ অভিজ্ঞতা ও নান্দনিক দৃষ্টিভঙ্গি তাঁর শিল্পকর্মে প্রতিফলিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৫টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম কামরুন নাহার, ভারপ্রাপ্ত পরিচালক, প্রশিক্ষণ বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি; প্রফেসর আলাউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, চারুকলা বিভাগ, ইউডা এবং শিল্পী তরুণ ঘোষ, যিনি একই সঙ্গে লোকশিল্প গবেষক ও চলচ্চিত্র শিল্প নির্দেশক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ক্যানভাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক শিল্পী আহসান আহমেদ।

নর্থ ক্যানভাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করছে দেশের বিভিন্ন অঞ্চলে নিভৃতে শিল্পচর্চা করে যাওয়া শিল্পীদের একটি সৃজনশীল প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যে। প্রতিবছরের মতো এবারও এই প্রদর্শনীতে শিল্পীরা তাঁদের অনুভূতি, নান্দনিকতা ও চিন্তার জগৎ দর্শকদের সামনে তুলে ধরেন।

প্রদর্শনীর সমাপনী দিন ছিলো আরো প্রাণবন্ত। এদিন উপস্থিত ছিলেন আ. মান্নান, চিত্রশিল্পী তরুণ ঘোষ ও চিত্রশিল্পী সুশান্ত অধিকারী। সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীকে প্রদর্শনীতে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সনদ প্রদান করা হয়। এতে শিল্পীদের মাঝে একধরনের সম্মান ও অনুপ্রেরণা যোগ হয়, যা ভবিষ্যৎ সৃষ্টিশীলতাকে আরও সমৃদ্ধ করবে।

চারদিনব্যাপী এ প্রদর্শনী শুধু শিল্পপ্রেমীদের নয়, সাধারণ দর্শকদের জন্যেও সৃজনশীলতার এক মিলনমেলা হয়ে উঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়