প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫
সন্তোষ দাস মনার কবিতাগুচ্ছ

ফিরে আসে কাঁদনের বর্ষা
অবাক করা কোনো তথ্য আমার কাছে নাই,
তুমি যে ফিরে আসবে
ফিরে আসে প্রভাতের আলো ফিরে আসে চাঁদের কলঙ্ক মাখা রূপোলী জোছনা
ফিরে আসে
কুয়াশার সরিষা ফুলরূপের নক্ষত্র জ্বলে মনের আকাশে
এটা বলতে পারো
আমার শাশ্বত মায়াপিপীলিকার
পথ ধরে চলেছি
সেই প্রাচীন কাল ধরে তোমার নির্দিষ্ট গন্তব্যে যাবো,
চেয়ে দেখি, ভাদ্রের আমাবস্যার মতো সম্মুখে ঘুটঘুটে অন্ধকার!বাবুইপাখির মতো কারিগর হতে পারতাম, একটা সুখী নীড় গড়বার জন্যে যদি তুমি ফিরে আসতে, এমন কোনো তথ্য আমার কাছে নাই, তুমি যে ফিরে আসবে!
ফিরে আসে কাঁদনের বর্ষা
ফিরে আসে নদীভরা ঢেউ ফিরে গীতাঞ্জলির গান
তুমি ফিরে আসলে না!১১.০৯.২০২৫।
এটাও প্রকৃতির নিয়ম
কেউ দূরে সরে গেছে সেই প্রভাতকালে, কেউ দূরে সরে যাবে সন্ধ্যায়!
গুছিয়ে নিচ্ছে অগোছালো সব, বৈরী হাওয়া বইছে শনশন করে!
দু ধারে সুখী জীবনের তটে, এখন একাধারে দুঃখ ঠেলে!
শামুকের পায়ে পায়ে হাঁটে সময়
মধ্যরাত হয়ে উঠে নিদ্রাহীন।।চার দেয়ালে কতো সুখী জীবন এখনও বাঁশরীর সুরে কাব্য করে, রমণীর দীঘল কালো চুলের গন্ধে
জীবনের সুখে আচ্ছাদিত নারীপুরুষের দল, তাদের সুখের সঙ্গী হয় মনের মাতাল হাওয়া, রুমঝুম বৃষ্টি
প্রকৃতি পুরুষ নারী--চলে হাতে হাত রেখেকারো জন্যে কেউ দূরে সরে গেছে সেই প্রভাতকালে, কেউ দূরে সরে যাবে সন্ধ্যায়..... ! এটাও প্রকৃতির নিয়ম।
০২.০৭.২০২৫
বিদায়
যে কষ্ট বুকের পাড় ভাঙ্গে
পাতাবিহীন বৃক্ষ তা জানে
মাটি আছে রসদ নেই, আকাশ আছে পাখি নেই
সবুজ, হয়ে আছে তাম্র বর্ণ!
গুমোট কান্না চোখে,
তারায় তারায় নিষ্পাপ হাসি
বিদূর বিষাদে
কে যেন বলে যায়
মা আমি আসি।২৭.০৭.২০২৫।
বেশি চিনতে চাই না
বেশি চিনতে চাই না
বেশি চিনতে গেলে কষ্ট পাওন লাগে
মানুষের আচরণে
অনেক রকম কষ্ট পাওন লাগে, একের পর এক সবাই যেন কষ্ট দেবার প্রতিনিধিত্ব করে!
মহাচতুর এই প্রাণী!
আগে আগে হাঁটে,
পেছনে রেখে পালিয়ে যায়!
পেছনে পেছনে হাঁটে,
টুপ করে সরে পড়ে!
সবাই যেন এর থেকে ওর কাছে, ওর থেকে এর কাছে দায়িত্ব নিয়ে
কষ্ট দেবার প্রতিনিধিত্ব করে!
মানুষের বীজমন্ত্র হবার কথা আছিল
ভালো থাকা ভালো রাখা
ভালোবাসা হল এখন অন্তঃসারশূন্য এক ধোঁকাবাজি,
মুদ্রার এপিঠ ওপিঠ ক্যারেক্টার!
জীবনের গতিপথ যেখানে এসে থেমে যায়
সেখানে অনন্ত অন্ধকার
সেখানে অবিনাশী স্রষ্টার আদালত আর বিচারসভা, এখানে কেউ কাউকে চিনেন না
মানুষের হাতে কিয়দংশ সুখ আছে মৌলিক সুখ পরপারে।।
বেশি চিনতে চাই না
বেশি চিনতে গেলে কষ্ট পাওন লাগে।।১৮.০৬.২০২৫।