প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৮:৪৪
আব্দুস সাত্তারের কবিতা

আব্দুস সাত্তারের কবিতা
কথা
কথারা যখন হারিয়ে যায়..
নিশ্চুপ হয় সব, কথারা এলোমেলো হয়ে যায়।
অথবা তাদের অনেক ঘুম পায়।কথারা যখন হারিয়ে যায়...
শব্দগুলো বোবা হয়ে যায়,
উল্লাসের সমাপ্তি, যেনো অন্তিম লম্বা ঘুমের অপেক্ষা।
কথারা চায় সঙ্গ, কথারা চায় কথার পিঠে ফিরতি কথা।একপাশে বলে যাওয়া কথা ফিরতি নীরবতায় পথ হারিয়ে ফেলে,
ফিরে যায় নিস্তব্ধতার ঠিকানায়;
গোপন কুঠুরিতে আবদ্ধ করে রাখে।কথারা হারিয়ে ফেলে নিজের মাধুর্য,
ভুলে যায় তার রূপ; ভুলে যায় তার সৌন্দর্য।
আমায় কি একটু কথা পাঠাবেন বলে আর নয় আবদার।
কথা যখন ফুরোয় তখন দান করা কথা; ভালোবাসাহীন!
থাকুক না নিজের কথা নিজের ভেতর;
বেদনা মেশানো কথা, আবদারের কথা;
কিছু চাওয়া অপূর্ণতা নিয়ে বেঁচে থাকুক।
রচনাকাল : ২৫ এপ্রিল ২০২৫ভালোবাসা প্রেম নয়!
তুমি ভালোবাসতে পারলে কিন্তু প্রেমে পড়তে পারলে না--
না জড়িয়ে ফুলের মালা অরক্ষিত রাখলে খোঁপার সীমানা।
চিঠির পাতায় বাঁধভাঙ্গা জলের মতো শব্দের খেলা,
মনে হলো তবু চোরাবালিতে হারালো প্রেমের ঠিকানা!তুমি ভালোবাসতে পারলে কিন্তু প্রেমে পড়তে পারলে না--
কালবৈশাখীর মেঘের মতো তোমায় গ্রাস করলো লাজুকতা।
তুমি ছুঁয়ে দিলে হাত, শুনলাম তোমার নিঃশ্বাসের শব্দ
মনে হলো তবু অতল জলে হারালো প্রেমের মাদকতা!তুমি ভালোবাসতে পারলে কিন্তু প্রেমে পড়তে পারলে না--
শ্মশানের শব হলো চোখের কোণে থাকা স্বপ্ন বোনা।
দিনের আলোয় হেঁটে দিলে পারি চেনা পথ বারবার
মনে হলো তবু চলে গেছে বহুদূরে প্রেম চেনা!তুমি ভালোবাসতে পারলে কিন্তু প্রেমে পড়তে পারলে না--
বিষণ্ণ কবিতার মতো পরে রইলো স্মৃতি আলমিরায়।
ট্রেনের জানালায় বসে ছুটে যাওয়া রূপসার স্রোত দেখে
মনে হলো না তবু ভেসে যেতে পারি প্রেমের সীমানায়?
এখনো প্রবল ভয়?
তুমি কি জানো
ভালোবাসা প্রেম নয়!ওয়াশিংটন ডি সি রচনাকাল : ১৭ মে ২০২৫