সোমবার, ১২ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১১ মে ২০২৫, ১৩:২৬

কৃষকের কষ্টে আকাশ ভাঙ্গে, নীতিতে আছে ফঁাক

কৃষিকণ্ঠ প্রতিবেদক

চঁাদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে জমিতে ফসল ফলাচ্ছেন, কিন্তু বছরের পর বছর ধরে ন্যায্যমূল্য না পেয়ে হতাশ হয়ে পড়ছেন তারা। উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু বাজারে ফসলের দাম স্থির কিংবা কম। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রকৃত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন মূল শ্রমিক-কৃষকরাই।

হাজীগঞ্জ উপজেলার কৃষক হেলাল উদ্দিন বলেন, “আমি এবার ৪ বিঘা জমিতে ধান লাগাইছি। কাটা, মাড়াই, ভ্যান ভাড়া সব মিলিয়ে খরচ উঠছে প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু এখন বাজারে প্রতি মণ ধান ১২০০ টাকা দিচ্ছে, যেটা দিয়ে খরচই উঠছে না। সরকার বলছে, ধান কিনবে, কিন্তু কবে কিনবে, কে কিনবে আমরা জানি না।”

মতলব দক্ষিণের তরুণ কৃষক রুবেল হোসেন বলেন, “আমার বাবা-দাদার পেশা কৃষি। আমিও এই পথেই ছিলাম, কিন্তু এখন ভাবছি বিদেশে যাবো। এই দেশে কৃষি করে সম্মান তো দূরের কথা, পেট চালানোই দায়!”

চঁাদপুর সদর উপজেলার মহিলা কৃষক হাসিনা বেগম জানান, “আমি সবজি চাষ করি। বাজারে দাম পাই ৫ টাকা কেজি, কিন্তু শহরে সেই সবজি বিক্রি হয় ২৫ টাকা কেজি। মাঝখানে এতো পার্থক্য কেন? আমরা কি মানুষ না?”

সরকারিভাবে কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনের যে নীতিমালা রয়েছে, তার বাস্তবায়নে বড়ো ধরনের দুর্বলতা বা ফঁাক রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চঁাদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “আমরা মাঠ পর্যায়ে কাজ করছি, কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি, কিন্তু বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা রয়েছে। কৃষকের উৎপাদিত ফসল সরাসরি ভোক্তার কাছে পেঁৗছানোর কোনো গঠনমূলক চেইন এখনো তৈরি হয়নি। আমাদের আরও সমন্বিত উদ্যোগ দরকার।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, দেশের প্রায় ৪২% কর্মসংস্থানের উৎস কৃষি, কিন্তু এই খাত থেকে আসা মোট জাতীয় আয়ের পরিমাণ মাত্র ১৪%। এর মানে হচ্ছে, যারা কৃষি করছে, তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হলেও আর্থিকভাবে সবচেয়ে পিছিয়ে। এই অবস্থার পরিবর্তন না হলে কৃষিপেশা থেকে মুখ ফিরিয়ে নেবে হাজারো তরুণ। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়তে পারে খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির ওপরও-- এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়