শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১০:৪৪

মুহাম্মদ জাকির হোসেনের কবিতা শ্বেতপত্র

অনলাইন ডেস্ক
মুহাম্মদ জাকির হোসেনের কবিতা শ্বেতপত্র

মুহাম্মদ জাকির হোসেনের কবিতা

শ্বেতপত্র

তুমি সূর্যস্বত্বে আছো জেনে

বুধ ও শুক্রের মতো

আমার পৃথিবী তোমায় ট্রানজিট করে

যত্নসাধ্যে

তবু তুমি নিরুদ্যম, নিগ্রস্থ

আমি-তুমি অভিন্ন বৃত্তবাসে

তবু সবই এন্তার পর, সবকিছু ছল

হৃদ্সম্পর্ক কানা কলসির জল

বাড়ির আকাশ অভিন্ন হলেও

মনের আকাশ কি অভিন্ন হয়?

শরীরে শরীরে সংযোগ হলেও

মনোসংযোগ তারছেঁড়া, ঘরছাড়া

কিছু কিছু সম্পর্কের ভাষা

না বোঝার জ্ঞান করেই কাটিয়ে দেই

তিন প্রস্থ বেলা।

মুহাম্মদ জাকির হোসেন : কবি। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক।

মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের, সহকারী অধ্যাপক (পিআরএল)।

৩১৯, দক্ষিণ কলাদী মতলব দক্ষিণ, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়