শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১১:০৮

বৃষ্টি

রোকাইয়া মীরা
বৃষ্টি

সুখের পাখি তারা, দু'জন হাতে হাত,

একসঙ্গে বাঁচে, ভালবাসায় সার্থ।

স্বপ্নের পথ তারা হাঁটে একসাথে,

দুঃখ-সুখে পা রেখেছে ঠিক কাঁধে কাঁধে।

চোখে চোখে কথা, হৃদয়ে সুর,

অন্ধকারে আলো, ঝলমলে পুর।

বৃষ্টি এলে সঙ্গী হবে ছাতায়,

তুষার পাতায় হেসে চলবে পাশপাশি।

তাদের মাঝে নেই কোনো ভীতি,

বিছানার কথা, হাসি আর মিষ্টি।

একসাথে কাটে জীবন, সুখের গান,

হাত ছেড়ে চলে না, অটুট সম্পর্কের স্থান।

তাদের ভালোবাসায় যেন পৃথিবী সাজে,

বিশ্বের সব দুঃখ হারিয়ে ফেলে রাজার সাজে।

সুখী দম্পতির গল্প, অমর থাকে,

সমাজে প্রেমের আলো চিরকাল জ্বলে।

সুখী দম্পতির ভালোবাসা, সময়ের সীমানা ছাড়ায়,

একসাথে কেটে যায় বছর, অমলিন হয়ে থাকে চাওয়া।

তাদের গল্প প্রতিটি হৃদয়ে চিরকাল বেঁচে থাকে,

প্রেমের অটুট বন্ধনে, জীবন আনন্দে ভরে ওঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়