শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৫১

কাক ও কেরানি

সৌম্য সালেক
কাক ও কেরানি

অতর্কিত অপঘাতে কাকের মতো পথপার্শ্বে মরে যাবার মাঝেও কিছু শিল্প আছে শ্রান্ত পথিক তাকে দেখে বিরতি নেয়, বিগলিত হয়!

বিবাগী বাউলের মতো ঘুরে ঘুরে শেষকালে শীতে ছেঁড়াকাঁথার নিচে মরে যাবার মাঝেও মুক্তি আছে, কেউ না কেউ তার অনুগামী হয়, ভাবে তার কথা, কাঁদে কিছুকাল।

মানুষের কথা ভেবে সংগ্রামে-সংক্ষোভে বন্দুকের নলে প্রাণসঁপে মরার মাঝে তো মহামুক্তিÑ তার ত্যাগ, তার ঋণ স্মরে চিরদিন লোকে

কিন্তু সারাক্ষণ স্যার স্যারÑবলে মুখে ফেনা তোলা সন্ত্রস্ত কেরানীর মতো দিনজপে,

রাতে বেঘোরে উদর পুরিয়ে অভ্যস্ত রমণীর খাঁজে দু’ঘা চার-ছক্কা হাঁকিয়ে মোশের মতো ঘুমিয়ে

জীবন পার করার কোনও মানে নেই।

তার জন্য করুনা, শুধুই করুনা!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়