শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০০:২৫

অযাচিত কীর্তন

নজরুল ইসলাম শাকিল
অযাচিত কীর্তন

তোমার হাতে হাত রাখতে পারিনি বলে;

কত দিন জোছনায় ভিজিনি।

ভরা বর্ষায়ও বৃষ্টিকে ছুঁয়ে দেখিনি।

তুমি নেই, তাই কাশফুলের সাথে ছবি আঁকিনি।

কোকিলের কণ্ঠে আর গানও শুনিনি।

ফুল ফুটলেও বসন্ত আসেনি।

তুমি নেই, তাই প্রিয় গানে গলা মিলাইনি,

প্রিয় পথে নগ্নপদে আর হাঁটা হয়নি।

প্রিয় গাছটাতে নামের সাথে নাম জুড়িনি।

এত অবিচারের পরেও আমায় সুখি দেখো?

অথচ আমি চিরচেনা আমি হয়ে বাঁচতে পারিনি।

তোমাতে মত্ত্ব থেকে, তোমারেই চিনিনি।

তুমি মিশে ছিলে রক্তের কনায় কনায়,

পশমের গোড়ায় গোড়ায়।

চোখের মনিতে, হাতের রেখায়।

তাই কোটি বঞ্চনাতেও তোমায় ভুলা যায়নি।

সত্যি বলতে;

তোমাকে ভালোবাসতে বাসতে,

নিজেকেই আর ভালোবাসা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়