মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৯

আমরা আশাবাদী আগামীতে এদেশে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে

...........আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

প্রবীর চক্রবর্তী।।
আমরা আশাবাদী আগামীতে এদেশে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে

ফরিদগঞ্জের

রূপসা আহমদিয়া মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ছবক ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মাদরাসার হল রুমে মাদরাসার গভর্নিং বডির সভাপতি মইদুর রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন মাদরাসা গভর্নিং বডির দাতা সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রূপসা আহমদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল পাটওয়ারী। অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শরীফ হোসাইন মিয়াজী ও উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা শুধু প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া এবং শ্রেণী শিক্ষা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষকদের সম্মান করা, গুরুজনদের সম্মান করা, আদব শিখা এবং শিক্ষার মাধ্যমে প্রকৃত জ্ঞানার্জন হলো প্রকৃত শিক্ষা। আমাদের সমাজে একটি ট্রেন্ড চালু আছে, বিশেষ করে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে। মাদরাসা থেকে দাখিল পাস শেষে সকলেই কলেজে ভর্তি হওয়ার জন্যে উঠেপড়ে লেগে যায়। কিন্তু এটি সঠিক পথ নয়। যে সকল শিক্ষার্থী মাদরাসা লাইনে লেখাপড়া করছে, তাদের উচিত মাদরাসা লাইনের মাধ্যমেই তাদের লেখাপড়াটা সম্পন্ন করা। কারণ অসম্পন্ন জ্ঞানার্জন অনেক সময় ভয়ংকর হয়ে দাঁড়ায়। আমাদের যদি মাদরাসা লাইনে পড়ার পরে জেনারেল লাইনে পড়ার ইচ্ছা হয়, তবে অবশ্যই সেটা সম্ভব। আপনি ইচ্ছে করলেই একাধিক বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে পারবেন। ছেলেরা অবশ্যই আধুনিক হবে, তবে তাদেরকে ইসলামী মূল্যবোধ, শিক্ষা, ধর্মীয় আচার এসব বিষয়ে খেয়াল রেখেই করতে হবে। মেয়েরা যদি শিক্ষিত হয়, তাহলে তার পরিবার সবচেয়ে বেশি উপকৃত হয়। সে তার পরিবারকে ভালোভাবে পরিচালনা করতে পারে। তাদের কেউ ইসলামী শিষ্টাচার, পোশাক নির্বাচন এবং আদবের বিষয় খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করছে। মাদরাসা পড়ুয়া অনেক শিক্ষার্থী দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে নিয়মিত পড়ালেখা করছে এখন। তাই হতাশা নয়, আমরা আশাবাদী আগামীতে এদেশে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরাই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে।

এর আগে মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিযে নবীন বরণ করে নেয়া হয়। পরে ছবক অনুষ্ঠান ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযেগিতার পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়