সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২২:২৩

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীরকে সভাপতি ও মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন ঘোষনা করা হয়।

কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম, বিলাসের পাড় ছবুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক এবং সাংগঠনিক সম্পাদক উত্তর পাচাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনু বালা দেবী। ৩১ সস্যের কমিটি গঠন করা হয়।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার বাগানবাড়ি রেস্টুরেন্টে উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত দ্বিতীয় ও তৃতীয় ধাপের সভাপতি মো. ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, বিলাসের পাড় ছবুরা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়েন প্রধান শিক্ষক মো. আব্দুল হক, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবীর, উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন আহমদসহ অন্যান্য শিক্ষকরা।

পরে নব-নির্বাচিত কমিটির সভাপতি সম্পাদকসহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়