শনিবার, ০২ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৬:৫০

৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৩ দিনব্যাপী জুলাই বিপ্লব বিতর্ক উৎসব

মুহাম্মদ আরিফ বিল্লাহ ও এম এ গাফফার
৩৫০ শিক্ষার্থীর অংশগ্রহণে  ৩ দিনব্যাপী জুলাই বিপ্লব বিতর্ক উৎসব

জুলাই বিপ্লবের চেতনাকে শাণিত করতে চাঁদপুরে তিনদিনব্যাপী জুলাই বিপ্লব বিতর্ক উৎসব শুরু হয়েছে। ১ম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকাল সাড়ে নয়টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়।

ডিবেট ক্লাব অব চাঁদপুর ও বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা পরিষদ, চাঁদপুরের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসবে অংশগ্রহণ করে জেলার ২২টি স্কুল ও ১৪টি কলেজের প্রায় ৩৫০ জন বিতার্কিক। পুরো আয়োজনজুড়েই ছিলো প্রস্তুতিমূলক উপস্থাপন, যুক্তি, তর্ক, তথ্য এবং নেতৃত্বের এক অনন্য সমাবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া বলেন, জুলাই বিপ্লব আমাদের আত্মমর্যাদার প্রতীক। জুলাই বিপ্লব আমাদের লালন ও ধারণ করতে হবে। এটি কোনো ক্ষণস্থায়ী আবেগ নয়, বরং একটি স্থায়ী চেতনা, যা মানুষকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায়। আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ প্রতিটি নাগরিকের উচিত এই বিপ্লবের মূল্যবোধ ধারণ করে সামনে এগিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, আজকের এই বিতর্ক উৎসব কেবলমাত্র যুক্তির চর্চা নয়, এটি চিন্তা, মনন ও নেতৃত্ব বিকাশের এক শক্তিশালী প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, আজকের বিতার্কিকরা আগামী দিনে সমাজের চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে।

উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের সভাপতি মো. মাসুম বেপারী । উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর ডিবেট ক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর মুহাম্মদ আরিফ বিল্লাহ, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর ফারজানা ইয়াছমিন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় বিতর্ক বিষয় ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ পর্বে যুক্ত ছিলেন জিল্লাল হোসেন

সৌরভ, শিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মাহিদুল ইসলাম মাহিম, শিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মো. ইকরামুল ইসলাম, সাবেক সভাপতি, গোল্ড বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মো. মাসুম বেপারী, সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম। তাঁরা সনাতনী, সংসদীয় ও বারোয়ারী বিতর্ক বিষয়ে আলোকপাত করেন এবং ক্যারিয়ার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।

আয়োজনটি সঞ্চালনা করেন গাজী সাদিয়া।

আয়োজনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল আহাদ, শিক্ষার্থী ও বিতার্কিক, চাঁদপুর আর আমিন একাডেমী স্কুল অ্যান্ড কলেজ। গীতা পাঠ করেন প্রথা দে, শিক্ষার্থী, ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজ।

আয়োজকরা জানান, এ বিতর্ক উৎসব শুধু যুক্তিবিন্যাসের মঞ্চ নয়, বরং মুক্তচিন্তা ও গণতান্ত্রিক চর্চার এক উজ্জ্বল প্রতীক। “জুলাই বিপ্লব শুধু অতীত নয়, এটি আমাদের ভবিষ্যতের পথনির্দেশক”—এই বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা। আগামী ৫ আগস্ট চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চাঁদপুরে এ জুলাই বিপ্লব বিতর্ক উৎসবে চাঁদপুর সরকারি কলেজ ও এ কলেজের বিতর্ক সংগঠন সিসিডিএফ প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়