প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:২২
সিআইপি খাল সংস্কার ও সেচ বিষয়ক জরুরি সভা
ফরিদগঞ্জকে জলাবদ্ধতামুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে .......উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া

সিআইপি খাল সংস্কার ও সেচ বিষয়ক এক জরুরি সভায় ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেছেন, উপজেলার খাল সংস্কার শুধুমাত্র কৃষি অফিসের বা পানি উন্নয়ন বোর্ডের দায় নয়। এর সাথে জড়িত সব বিভাগকে এগিয়ে আসতে হবে। তাহলে ভালো রেজাল্ট পাবো। তাছাড়া কাজের সমন্বয় থাকতে হবে। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড, বিআরডিবি, উপজেলা প্রকৌশল বিভাগ এবং কৃষি অফিসার চমৎকার কিছু প্রস্তাবনা প্রস্তুত করেছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছে। আশা করি এর অধিকাংশ আগামী অর্থ বছরে আমরা বাস্তবায়ন করতে পারবো। সেটা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। কর্মকর্তাদের মনে রাখতে হবে, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা যদি প্রশাসন ভালোভাবে চালাই তাহলে সরকার ভালো থাকবে। প্রশাসনকে অবশ্যই জনবান্ধব হতে হবে। আমরা দেখেছি স্থানীয় অনেকে খাল খননে সমস্যা সৃষ্টি করছে। ভবিষ্যতে যাতে এমনটি আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, আমি দুদিন পর চলে যাবো। এই উপজেলা আপনাদের, উপজেলা ভালো থাকলে আপনারাও ভালো থাকবেন। ফরিদগঞ্জকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধুমাত্র প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে হবে না।
|আরো খবর
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ‘সিআইপি খাল সংস্কার ও সেচ বিষয়ক সভা' অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, বিএডিসি (ক্ষুদ্রসেচ) ইউনিট চাঁদপুর এর উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন, সিআইপি কৃষি সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, সিআইপি কৃষি সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ, আলী আহমেদ, মমতাজ উদ্দীন ও সদস্য রহিমা আক্তার কলি।
ফরিদগঞ্জ উপজেলা সেচ কমিটির সদস্য প্রতিষ্ঠান হলো : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।