প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৪
ভোক্তা অধিদপ্তর ও যৌথবাহিনীর অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথবাহিনীর অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়।
|আরো খবর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বুধবার দুপুরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড ও আদালতপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রোগীর ল্যাব পরীক্ষার আগেই রিপোর্ট তৈরি করে রাখা এবং প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যাওয়ায় নিউ ইসলামিয়া প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, ফিজিসিয়ান স্যাম্পল পাওয়ায় ও মেডিকেল পরীক্ষার কিট ক্রয়ের প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় পিয়ারলেস ডক্টরস পয়েন্টকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় জাহাঙ্গীর খান নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আব্দুল্লাহ আল ইমরান আরো জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযান চলাকালে যৌথবাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।