প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৬
জেলা আইনজীবী সমিতিতে নেতৃবৃন্দের সাথে বিচারপতি আহমেদ সোহেলের সাক্ষাৎ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আইনজীবী নেতৃবৃন্দের সদস্য সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫ ) দুপুরে জেলা জজ আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি আইনজীবী সমিতিতে আসেন। তিনি সমিতি ভবনের দ্বিতীয় তলায় আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন ব্যাপারে খোঁজখবর নেন।
|আরো খবর
বিচারপতি আহমেদ সোহেল সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর আসেন এবং মঙ্গলবার ও বুধবার দুদিন চাঁদপুর জেলা জজ আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন এজলাসে বিচারিক কার্যক্রম দেখেন।