বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০

পূর্ব ঘোষণা ছাড়াই লিকেজের কারণে সংযোগ বিচ্ছিন্ন

ভোগান্তিতে হাজীগঞ্জের আড়াইশ' গ্যাস গ্রাহক

হাজীগঞ্জ ব্যুরো
পূর্ব ঘোষণা ছাড়াই লিকেজের কারণে  সংযোগ বিচ্ছিন্ন
কোনো ঘোষণা ছাড়া হাজীগঞ্জের বলাখাল দাই বাড়ির ভেতরের এই অংশে গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছে প্রায় আড়াইশ' পরিবার। ছবি : চাঁদপুর কণ্ঠ।

কোনো রকমের মাইকিং, নোটিস বা ঘোষণা ছাড়া আড়াই শ' পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. চাঁদপুর কার্যালয়। হঠাৎ করে এমন কাণ্ডে ভোগান্তিতে পড়েছে এ সকল গ্রাহক। মূল লাইনে গত ৪ বছর ধরে লিকেজ থাকায় তা মেরামত না করে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করে রাখে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ । গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যার কিছু পরে সংযোগটি বিচ্ছিন্ন করা হয় হাজীগঞ্জ পৌর এলাকার উত্তর বলাখালের দিঘির পশ্চিম পাশে বলাখাল বেপারী (দাই) বাড়ির ভেতরে। এতে করে দিঘির উত্তর ও পূর্ব পাড়ের আবাসিক এলাকাসহ মজুমদার বাড়ি, পাটওয়ারী বাড়ি, জমাদ্দার বাড়ি, মালি বাড়ি এবং বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ও বলাখাল নূরে মদিনা নেছারিয়া আলিম মাদরাসা সংলগ্ন আবাসিক এলাকার প্রায় আড়াই শতাধিক পরিবার ভোগান্তিতে পড়েন।

সরজমিনে জানা যায়, গত প্রায় ৪ বছর ধরে দিঘির পশ্চিম উত্তর কোণায় দাই বাড়ির পাশে পানির নিচে গ্যাসের মূল লাইনে লিকেজ হয়ে অনবরত গ্যাস বের হয়ে আসছিলো। এটি মেরামতের জন্যে তিন বছর আগে বাখরাবাদ গ্যাসের চাঁদপুর কার্যালয়ে গিয়ে একাধিকবার অবহিত করেন ওই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। কিন্তু গত ৪ বছরে কাজ হওয়া তো দূরের কথা, কেউ তদন্তেও আসেনি বলে জানান তিনি।

তিনি আরো জানান, কোনো রকমের ঘোষণা বা নোটিস ছাড়াই গত মঙ্গলবার সন্ধ্যার কিছু পরে লিকেজ অংশ থেকে ৫০/৬০ হাত পিছনে দাই বাড়ির ভেতর দিয়ে চলে আসা আমাদের মূল লাইনটি কেটে আড়াইশ' পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয। হঠাৎ করে বাখরাবাদের এমন কাণ্ডে এ সকল পরিবারগুলোর রান্না বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী বলাখাল নূরে মদিনা নেছারিয়া আলিম মাদরাসার শিক্ষক মো. আব্দুল হক বলেন, কোনো নোটিস ছাড়া গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাটা একেবারেই উচিত নয়। এতে আমিসহ এলাকার পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে। আশা করি, কর্তৃপক্ষ দ্রুত সংযোগ পুনঃস্থাপন করে ২/৩ শ' পরিবারের ভোগান্তি দূর করবে।

আরেক গ্রাহক তহুরা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাস বন্ধ করতে হলে আগে নোটিস করতে হবে। কিন্তু তা না করে লাইন সরাসরি বিচ্ছিন্ন করা হয়েছে। আর গ্যাস না থাকায় বাইরে থেকে খাবার এনে খেতে হয়েছে। একবার-দুবার কিনে খাওয়া যায়। কিন্তু বারবার এনে খাওয়াতো অসম্ভব।

হাসিনা আক্তার বলেন, মঙ্গলবার রাত থেকে পরদিন (বুধবার) দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি। অপেক্ষা করতে করতে বিকেলে বিকল্পভাবে ভাত রান্না করতে হয়েছে। আর দুপুরে আমরা বাইরে থেকে খাবার এনে খেয়েছি।

এদিকে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানি লি. চাঁদপুর-এর ম্যানেজার প্রকৌশলী মো. ফজলে রাব্বি মুঠোফোনে বলেন, লাইনটি লিকেজ হয়ে আমাদের প্রচুর গ্যাস অপচয় হচ্ছিলো, তাই লাইন বন্ধ রাখা হয়েছে। লিকেজ অংশে নতুন লাইন স্থাপন করতে হবে। এ মুহূর্তে আমাদের বরাদ্দ না থাকায় এ কাজে কতো খরচ হবে তার একটি এস্টিমেট করা হয়েছে। অফিস থেকে তার অনুমোদন হলে সংযোগ পুনঃস্থাপন করা হবে।

লিকেজের বিষয়ে বহু পূর্বে গ্রাহক অভিযোগ দিয়েছেন এমন বিষয়ে তিনি বলেন, আগের কথা বলতে পারবো না। গত ৬ মাস হয়েছে, আমি চাঁদপুরে কর্মরত আছি। এই সময়ের মধ্যে লাইন লিকেজ হওয়ার বিষয়ে কেউ আমাদেরকে অবহিত করেনি। আমরা খবর পেয়ে এবং দুর্ঘটনা এড়াতে সংযোগ বিচ্ছিন্ন করেছি। পরবর্তীতে নতুন করে সংযোগ পুনঃস্থাপন করতে ১০/১৫ দিন লেগে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়