সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১৫:১৬

বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের খাল পরিষ্কার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় রামগঞ্জ উপজেলা প্রশাসনের  খাল পরিষ্কার

জলাবদ্ধতা থেকে রক্ষায় রামগঞ্জ- হাজীগঞ্জ বিরেন্দ্র খাল পরিষ্কার অভিযানে নেমেছে রামগঞ্জ উপজেলা প্রশাসন।  সোমবার (১৪ জুলাই ২০২৫)  সকালে রামগঞ্জ সোনাপুর গুড়পট্টি এলাকায় জলাবদ্ধতা নিরসন কর্মসূচির ব্যানারে এ কার্যক্রমের উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ রবিন শীষ।

এ সময় তিনি জানান, গত দশদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি জমে যেন রামগঞ্জ উপজেলায় দীর্ঘমেয়াদী বন্যা বা জলাবদ্ধতার সৃষ্টি না হয় সে লক্ষ্যে উপজেলা প্রশাসন খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছে। খাল থেকে অবৈধ বাঁধ, মাছ ধরার গড়াবাঁধ অপসারণসহ সব ধরনের প্রতিবন্ধকতা তুলে ফেলা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, সোনাপুর বাজার ব্যবসায়ী মাস্টার আবুল হোসেন, রামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মো. মহসিন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, রামগঞ্জ পৌর কর্মকর্তা জাকির হোসেন হেলাল, স্বেচ্ছাসেবী সংগঠন রামগঞ্জ ব্লাড ডোনারস্ ক্লাবের প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেন, সাবেক ছাত্রদল নেতা বিল্লাল হোসেন বাবু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়