বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫

জিটি রোডে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন পৌর প্রশাসক

বিশেষ প্রতিনিধি
জিটি রোডে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কারের আশ্বাস দিলেন পৌর প্রশাসক

চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ড জিটি রোড দক্ষিণ সরকার বাড়ির সড়ক সংস্কার, প্রশস্তকরণ ও পয়ঃনিষ্কাশনে ড্রেনে নির্মাণের দাবিতে মানববন্ধনের পর বাস্তবায়নের আশ্বাস দিলেন পৌর প্রশাসক।

প্রথমে ড্রেনেজ ব্যবস্থা, পরে পর্যায়ক্রমে রাস্তা সংস্কারের কাজ করা হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকালে সড়কটি পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের এই আশ্বাস দেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কে চলাচলে বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায়। খুব শীঘ্রই প্রথমে ড্রেনেজ ব্যবস্থা, পরে পর্যায়ক্রমে রাস্তা সংস্কারের কাজ করা হবে বলে জানান পৌরসভার এই কর্মকার্তা।

সড়কটি পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. ফয়সাল হোসাইন, অ্যাড. মো. নূরুল হক কমল, অ্যাড. খোরশেদ আলম শাওন, হাফেজ মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ও মো. আব্দুস সামাদ।

এ এলাকায় অন্তত ১ হাজার পরিবারে ১০ হাজার বাসিন্দার বসবাস। সড়কটি সংস্কার ও পয়ঃনিষ্কাশনে ড্রেনেজ নির্মাণের দাবি করে গেলো ৩ সেপ্টেম্বর বুধবার মানববন্ধন করে চাঁদপুর আইডিয়াল স্কুলসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়