সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১

মরা খাল পুনরুদ্ধারের পর ভেলা নিয়ে ঘুরছে কিশোর

মো. আবদুর রহমান গাজী।।
মরা খাল পুনরুদ্ধারের পর ভেলা নিয়ে ঘুরছে কিশোর
চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুল হয়ে জাফরাবাদ পর্যন্ত ডাকাতিয়া নদীর সংযোগ খালটি পুনরুদ্ধার হওয়ার পর কিশোর আহমেদ ভেলা নিয়ে খালে ভেসে বেড়াচ্ছে। ছবি : চাঁদপুর কণ্ঠ।

১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে দেশের বহু নদী-নালা, খাল-বিল এক শ্রেণির প্রভাবশালীর জবর দখলের কারণে ধ্বংস হতে শুরু করে এসব খাল-নদী। প্রকৃতির সেই জলাশয়গুলো বিলীন হয়ে যাওয়ায় হারিয়ে যায় নৌ চলাচল ও পানির স্বাভাবিক প্রবাহ। এমন বাস্তবতায় চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুল হয়ে জাফরাবাদ পর্যন্ত ডাকাতিয়া নদীর সংযোগ খালটিও দীর্ঘদিন নাব্যতা সংকট ও দখলদারিত্বের শিকার হয়ে কার্যত মরে গিয়েছিল।

তবে ২০২৫ সালের নতুন বাংলাদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সদর উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে খালের আংশিক পুনরুদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী এখন ধীরে ধীরে এর সুফল পেতে শুরু করেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে দেখা যায়, কিশোর আহমেদ ভেলা নিয়ে খালে ভেসে বেড়াচ্ছে। এলাকাবাসীর চোখে এ দৃশ্য যেনো এক টুকরো স্বপ্ন, যা তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে খালটি দখল ও অব্যবস্থাপনার কারণে নৌ চলাচল তো দূরের কথা, পানি প্রবাহই বন্ধ হয়ে গিয়েছিল। দখলদাররা খালের বিভিন্ন অংশ বাঁশের খুঁটি পুঁতে ঘের তৈরি করে রেখেছিল। সম্প্রতি প্রশাসনিক উদ্যোগে যে অংশ উদ্ধার করা হয়েছে, তা সাময়িক হলেও খালকে আবারও প্রাণবন্ত করে তুলেছে।

তবে এলাকাবাসীর শঙ্কা এতো কষ্ট করে উদ্ধার হওয়া এই খাল কতদিন টিকে থাকবে? তাদের আশঙ্কা, পুনরায় দখলদাররা সক্রিয় হলে খাল আবারও মরে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

সচেতন মহল মনে করছেন, খালের স্বাভাবিক প্রবাহ ও নৌ চলাচল বজায় রাখতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ, নাব্যতা বৃদ্ধির জন্য খনন কাজ এবং দখলদারদের স্থায়ী উচ্ছেদ নিশ্চিত করতে হবে। অন্যথায় দীর্ঘদিনের আন্দোলন ও প্রশাসনিক উদ্যোগ ব্যর্থ হয়ে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়