প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪
লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর বেঁচে নেই

বাংলাদেশের সংগীত ভূবনের এক নক্ষত্র ঝরে গেলো। লালন কন্যা খ্যাত, লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর বেঁচে নেই। দীর্ঘদিন অসুস্থতার পর রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ...রাজিউন)।
|আরো খবর
চাঁদপুরের কৃতী সন্তান গীতরত্ন মিলন খান তাঁর ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, বহু কালজয়ী গানের শিল্পী, লালনের গানে অদ্বিতীয়া, নন্দিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন না ফেরার দেশে পাড়ি দিয়েছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতবাসী করুন মরহুমাকে।
এই লালন সম্রাজ্ঞীর গাওয়া গানের মাঝে উল্লেখযোগ্য গানগুলো হলো-
'এই পদ্মা এই মেঘনা এই যমুনা', 'নিন্দার কাঁটা যদি না বিধিলো পায়', 'তোমরা কি ভুলেই গেছো মল্লিকা দির নাম', 'তুমি রাত আমি রাতজাগা পাখি', 'বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ পেলি না'।
ফরিদা পারভীন গানের ভূবনে বেঁচে থাকবেন হাজার বছর।