সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪

বৃষ্টি ঝরবে কয়দিন, জানাল আবহাওয়া অধিদফতর

স্টাফ রিপোর্টার ॥
বৃষ্টি ঝরবে কয়দিন, জানাল আবহাওয়া অধিদফতর

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কবলে পড়ে ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী মানুষসহ রাস্তায় বের হওয়া বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং শিক্ষার্থীরা ।

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যা আরও কয়েকদিন চলতে পারে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই বৃষ্টিপাত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর ফলে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তিনি বলেন, এ সময়ে কোথাও কোথাও বৃষ্টিপাত কমবে আবার বাড়তেও পারে।

রোববার সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া সক্রিয় দক্ষিণ বা পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। একইসঙ্গে ঢাকাসহ বড় শহরে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।

বৃষ্টিপাতের কারণে দেশের তাপমাত্রাও কিছুটা কমবে। দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়