শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১৪:৪৭

বাগাদীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।
বাগাদীতে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে জেলে কার্ডধারীদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বাগাদী ইউনিয়নের আওতায় জেলে কার্ডধারীদের মাঝে দু মাসের চাল বিতরণ করা হয়।

একজন জেলে ২ মাসে ৮০ কেজি চাল পাওয়ার নিয়ম । কিন্তু সেখানে কেউ ৭৫ কেজি, কেউ ৭০ কেজি করে চাল পায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বা প্রশাসনের কেউ উপস্থিত থাকলে তাদের সামনে ৮০ কেজি করে চাল দেওয়া হলেও তাঁরা চলে যাওয়ার পর পুনরায় চাল কম দিয়ে থাকে। মৎস্য কর্মকর্তা বা উপজেলা থেকে কোনো অফিসারের উপস্থিতিতে চাল দেওয়া হলেও তাদেরকে ইউনিয়ন পরিষদের ভেতরে বসিয়ে রেখে চা নাস্তা খাওয়ায় ও খোশগল্প করে। এ সময় মাপে জেলেদের মাঝে চাল কম দেওয়া হয়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ক'জন জেলে বলেন, স্যার আমাদের কথা বইলেন না।আমাদের কার্ড বাদ দিয়ে দিবো। আমি ৭২ কেজি চাল পেয়েছি। ২/৩ বার এ রকম কম করে চাল পেয়ে আসছি। আমরা গরীব মানুষ যা দেয় তা নিয়ে চলে আসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়