বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৬ মে ২০২৫, ২০:৫৬

চাঁদপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

চাঁদপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রম  উদ্বোধন
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলায় কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের লক্ষ্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুম-২০২৫-এর ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে ২০২৫) সকাল সাড়ে ১০টায় জেলা খাদ্য বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) চাঁদপুর খাদ্য গোডাউন চত্বরে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সূচিত্র রঞ্জন দাস, এনএসআই যুগ্ম পরিচালক মো. আবু আব্দুল্লাহ, সিএসডি, চাঁদপুর ব্যবস্থাপক রবীন্দ্রলাল চাকমা, জেলা খাদ্য নিয়ন্ত্রক শংকর চন্দ্র অধিকারী, চাঁদপুর জেলা অটোরাইস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, রাইস মিল মিলার প্রতিনিধিরা।

কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) চাঁদপুর-এর ব্যবস্থাপক রবীন্দ্রলাল চাকমা বলেন, আমরা সব সময় ভালো চাল নিয়ে থাকি। চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে শতভাগ আশাবাদী। চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক শংকর চন্দ্র অধিকারী জানান, চলতি বোরো মৌসুমে চাঁদপুর জেলায় ৯ হাজার ৪৬৭ মে. টন, চাল ৪৯ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে এবং ৪ হাজার ৩৭০ মেট্রিক টন ধান ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত এ কার্যক্রমের মাধ্যমে চাল সরবরাহে চাঁদপুরের ১৩টি রাইস মিল চুক্তিবদ্ধ হয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ধান সংগ্রহে কৃষি বিভাগ থেকে তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে কৃষক অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। এতে কৃষকেরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবে এবং স্থানীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ক্যাপসন

চাঁদপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়