মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৩:৪৪

বাবুরহাট বাজারে এক রাতে দুই দোকানে চুরি

স্টাফ রিপোর্টার
বাবুরহাট বাজারে এক রাতে দুই দোকানে চুরি

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ প্রসিদ্ধ বাবুরহাট বাজারে এক রাতে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। বাবুরহাট মধ্য বাজারের মেসার্স ইমাম ব্রাদার্স এবং মেসার্স পাল ট্রেডার্সে এই চুরির ঘটনা ঘটে। শনিবার (৩ মে ২০২৫) দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, চোরের দল দুটি দোকানের পিছন দিকের গ্রীল ভেঙ্গে দোকানের ভেতরে প্রবেশ করে দামী মালামাল ও নগদ টাকা নিয়ে যায়।

রোববার সকালে দুই দোকানের মালিক পক্ষ দোকান খুলে দোকানে প্রবেশ করলে দোকানের মালামাল এলোমেলো ও ছড়ানো ছিটানো দেখেন এবং পিছনের লোহার গ্রীল ও ক্যাশ বাক্স ভাঙ্গা অবস্থায় দেখতে পান। চুরির ঘটনা শুনে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির দুলাল মাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পালোয়ান, কোষাধ্যক্ষ মো. রিপন মিজি ঘটনাস্থল পরিদর্শন করেন ও চুরির আলামত দেখতে পান। এ সময় তারা চুরির ঘটনার জন্যে দুঃখ প্রকাশ করেন ও মডেল থানা পুলিশের সহযোগিতা কামনা করেন। এই চুরির বিষয়ে চাঁদপুর মডেল থানায় রোববার লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী দুই ব্যবসায়ী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়