শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৭:১৮

গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যুতে থেমে গেল একটি পরিবারের অর্থনীতির চাকা

প্রবীর চক্রবর্তী
গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যুতে থেমে গেল একটি পরিবারের অর্থনীতির চাকা

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে ফারুক চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে ২০২৫) দুপুরে গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ফারুক চৌধুরী ওই গ্রামের চৌধুরী বাড়ির মৃত ইউসুফ চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ।

এদিকে ফারুক চৌধুরীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি পুরো পরিবারের অর্থনীতির চাকাকে থামিয়ে দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, বয়স ষাটের কোটায় গেলেও ফারুক চৌধুরী একাই পুরো পরিবারের আয়ের একমাত্র উৎস ছিলেন। তার ৬ সদস্যের পরিবারে স্ত্রী, তিন মেয়ে এবং বৃদ্ধা মায়ের ভরণ পোষণের দায়িত্ব ছিলো তার কাঁধে। ফলে তিনি এই বয়সেও হাড়ভাঙ্গা পরিশ্রম করতেন। মঙ্গলবার (৬ মে ২০২৫) দুপুরে ফারুক চৌধুরী বাড়ির পাশের একটি জারুল গাছের ডাল কাটতে উপরে উঠেছিলেন। কিন্তু হঠাৎ করেই অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তার ভাই হান্নানসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ফারুক চৌধুরীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যরা বিনা ময়না তদন্তেই জানাজা শেষে দাফন সম্পন্ন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়